'এ বিশ্বের সবচেয়ে খারাপ রেফারি,' রেফারিং নিয়ে ক্ষুব্ধ মেসিও
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে উত্তেজনা কিংবা নাটকীয়তার কমতি ছিল না। আরেকটা জিনিসের কোনো অভাব ছিল না, হলুদ কার্ড!
স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ দুই দল মিলে ১৬ জনকে দেখিয়েছেন হলুদ কার্ড, কোচিং স্টাফরাও শিকার হয়েছেন তার কার্ড উৎসবের।
আর্জেন্টিনার ৯ খেলোয়াড় এবং স্টাফ, নেদারল্যান্ডসের ৭ জন কে হলুদ কার্ড দেখান লাহোজ। ম্যাচ শেষে লাল কার্ডও দেখেন ডাচ ডিফেন্ডার দুমফ্রিস।
এই ধরণের রেফারিং বিশ্বকাপের মতো আসরে গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ভাষ্যমতে, ফিফার উচিত লাহোজের রেফারিং পুনর্বিবেচনা করা, 'বিশ্বকাপের মতো জায়গায় এই রেফারি ম্যাচ পরিচালনা করার জন্য ফিট নন। ফিফার উচিত তাকে আর কোনো ম্যাচে দায়িত্ব দেওয়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করা।'
লিওনেল মেসি নিজেও দেখেছেন লাহোজের হলুদ কার্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে হলুদ কার্ড দেখায় সেমি-ফাইনাল খেলতে পারবেন না আর্জেন্টিনা মার্কাস আকুনা এবং গঞ্জালো মন্তিয়েল।