১৫৪২ হলুদ কার্ড দেখানো কে এই রেফারি?
নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের পর তাকে নিয়ে সরগরম ফুটবল বিশ্ব, দুই দলের খেলোয়াড়দের থেকেও তিনিই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। বলছি আন্তোনিও মাতেও লাহোজের কথা, শেষ আটে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের রেফারি।
৪৫ বছর বয়সী এই স্প্যানিশ রেফারি নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচে হলুদ কার্ড বের করেছে মোট ১৮ বার, আর মধ্যে দুই দলের খেলোয়াড় তো আছেনই, কোচিং স্টাফরাও বাদ যাননি।
আর্জেন্টিনার ৯ খেলোয়াড় এবং একজন স্টাফ, নেদারল্যান্ডসের ৮ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন মাতেও লাহোজ। টাইব্রেকার চলাকালীন সময়ে নেদারল্যান্ডসের দুমফ্রিসকে দিয়েছেন লাল কার্ড।
ম্যাচ শেষে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা ধুয়েই দিয়েছেন লাহোজের রেফারিংকে। নেদারল্যান্ডসের ফ্র্যাংকি ডি জংও সমালোচনা করেছেন এই রেফারির।
তবে লাহোজের এই কার্ড প্রীতি যে হুট করে জেগে উঠেছে সেটি কিন্তু নয়। স্প্যানিশ এই রেফারির কার্ড দেখানোর প্রতি যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটি লা লিগা দেখে থাকা দর্শকেরা খুব ভালো করেই জানেন।
এল ক্লাসিকো সহ লা লিগার বড় ম্যাচগুলোতে নিয়মিতই রেফারিংয়ের দায়িত্ব পড়ে লাহোজের উপর। স্প্যানিশ ফেডারেশনের তালিকাভুক্ত রেফারিদের মধ্যে শীর্ষস্থানে আছেন তিনি। সেখানেও কার্ড দেখাতে কখনোই কার্পণ্য করেন না মাতেও লাহোজ।
রেফারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৩৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন মাতেও লাহোজ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ, ইউরোর মতো টুর্নামেন্টে নিয়মিতই ডাক পড়ে তার।
এই ৩৩৪ ম্যাচে সর্বমোট ১৫৪২ বার হলুদ কার্ড বের করেছেন লাহোজ, গড়ে যা ৪.৬২ টি ম্যাচপ্রতি!
গড়ে প্রতি ম্যাচে ২৪.৬৬ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন তিনি, সবমিলিয়ে ৬৭ বার খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন লাহোজ।
শুধুমাত্র লা লিগায় ২৫৩ ম্যাচে ১২২৩ বার হলুদ কার্ড উৎসব করেছেন মাতেও লাহোজ, গড়ে যা ৪.৮৩ টি ম্যাচপ্রতি। প্রতি ম্যাচে গড়ে ২৫.১৯ বার ফাউল ধরেছেন তিনি। এছাড়াও লাল কার্ড দেখিয়েছেন ৬১ বার।
বিশ্বকাপেই নিজের কার্ড প্রীতির সবথেকে বড় নমুনা দেখিয়েছেন লাহোজ। ৫ টি ম্যাচ পরিচালনা করে ৩০ বার হলুদ কার্ড দেখিয়েছেন তিনি, গড়ে যা ৬ টি করে ম্যাচপ্রতি। প্রতি ম্যাচে গড়ে ২৪,৮০ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন আন্তোনিও মাতেও লাহোজ।
হলুদ কার্ড দেখানো কিংবা ঘনঘন ফাউলের বাঁশি দেওয়ার ক্ষেত্রে তার ধারেকাছে নেই কোনো সমসাময়িক রেফারি।
যে পারফরম্যান্স দেখিয়েছেন আর যেভাবে খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন, তাতে ফিফা তাকে আর কোনো ম্যাচের দায়িত্ব দিয়ে হলুদ কার্ড দেখানোর উৎসবের সুযোগ করে দিবে না, তা হলফ করেই বলা যায়।