'ফাইনাল ম্যাচ শুধু মেসি বনাম এমবাপ্পে নয়'
কাতার বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্কালোনি। সেখানে তিনি জানান, তার দল ফাইনাল খেলতে পুরোপুরি প্রস্তুত।
আর একদিন পরই কাতার বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং ফ্রান্স। যারাই জিতুক না কেন, এটি হবে তাদের তৃতীয় শিরোপা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানো যে মোটেই সহজ কাজ হবে না, জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২২ বিশ্বকাপের। সেই ম্যাচের আগে নিজের দল, প্রতিপক্ষ, ম্যাচ নিয়ে ভাবনা, লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে প্রসঙ্গে কথা বলেছেন স্কালোনি।
নিজের দল এবং মেসি-এমবাপ্পে লড়াই নিয়ে স্কালোনি বলে, 'দল হিসেবে আমরা এখন সেরা মুহূর্ত পার করছি। তবে ফাইনাল ম্যাচটি হবে আর্জেন্টিনার সাথে ফ্রান্সের। শুধুমাত্র মেসির বিপক্ষে এমবাপ্পের নয়।'
ফাইনাল ম্যাচ খেলার আগে তার দলের সবথেকে বড় অর্জন হিসেবে দলীয় ঐক্যবদ্ধতাকেই মানছেন স্কালোনি, 'ফাইনালে নামার আগের প্রতিটি মুহূর্ত দল হিসেবে আমাদের উপভোগ করতে হবে। আমাদের সবচেয়ে বড় অর্জন হল আমরা সবাই দলের অংশ হিসেবে নিজেদেরকে দেখতে শিখেছি। এটিই বেশি গুরুত্বপূর্ণ। এসব কিছুই ইতিহাসে থেকে যাবে।'
ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও ফাইনালে উঠাকেও কম কৃতিত্বের মনে করছেন না স্কালোনি, 'অবশ্যই আমরা ফাইনাল জিততে চাই। কিন্তু মনে রাখতে হবে, এখান পর্যন্ত আশার রাস্তাটাও কম উপভোগ্য নয়।'
এদিকে বিশ্বকাপ ফাইনালই যে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে সেটি তিনি নিজেই জানিয়েছেন। স্কালোনি মেসিকে দিতে চান সবচেয়ে সেরা উপহারটাই, 'এটিই যদি আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ হয় তাহলে আমরা এটি জিতে তাকে সেরা উপহার দিয়েই বিদায় দিতে চাই।'
প্রতিপক্ষ ফ্রান্স বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ দল হয়ে ইতিহাসের খাতায় নাম লেখাতে চায় তারাও। তাই তাদের নিয়ে প্রশংসার কমতি নেই আর্জেন্টিনা কোচের, 'ফ্রান্স অসাধারণ দল। এমবাপ্পের মতো দুর্দান্ত খেলোয়াড় আছে তাদের। এমবাপ্পেকে বেশ ভালো সহায়তা করছে পুরো দল।'
বিশ্বকাপের নক-আউট পর্ব জুড়েই রেফারিং নিয়ে বিস্তর কথা হয়েছে। তবে সেসব নিয়ে মোটেও ভাবছেন না স্কালোনি। বরং ফাইনালে নিজেদের খেলার পরিকল্পনা নিয়েই বেশি মনোযোগী তিনি, 'আমার মনে হয় না রেফারিং কোনোভাবে প্রভাব ফেলবে। আমি ম্যাচ নিয়েই বেশি চিন্তিত। আমি ইতোমধ্যে একাদশ নিয়ে ভেবেছি এবং আমরা জানি প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে হবে।'