অবশেষে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন: মেসিকে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা
কাতার বিশ্বকাপের যাত্রাটা মেসির জন্য যেন স্বপ্নের মতোই। এক মাসের এ বিশ্বকাপ যাত্রায় মেসি যেন উড়িয়ে দিয়েছেন সকল সমালোচনা; একে একে অপূর্ণ থাকা অসংখ্য রেকর্ড নিয়েছেন নিজের দখলে। সর্বশেষ ফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফ্রান্সকে হারিয়ে জিতেছেন বিশ্বকাপ; নিজেকে নিয়ে গেছেন পেলে ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কাতারে। আর স্বামীর এ অর্জনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো; ইনস্টাগ্রামে পোষ্টে মেসিকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক বার্তা। খবর স্পোর্টস ব্রিফ।
বিশ্বকাপে শুরু থেকেই সন্তানসহ কাতারে অবস্থান করছিলেন আন্তোনেলা। আসরের আর্জেন্টিনার প্রতিটি খেলা মাঠে বসেই দেখছেন তিনি; দলের সুসময়ে ও দুঃসময়ে মেসিকে দিয়েছেন অনুপ্রেরণা। ফাইনালে আর্জেন্টিনা জেতার পর ইন্সটাগ্রামে আন্তোনেলা সন্তানসহ মাঠে মেসির সাথে তোলা একটি হাস্যোজ্জ্বল ছবি পোষ্ট করেছেন। পোস্টের ক্যাপশনে শুরুতেই বড় হরফে লিখেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন'।
স্পেনিশ ভাষার লেখা এ পোস্টে আন্তোনেলা বলেন, "আমি ঠিক জানিনা কীভাবে শুরু করবো। আমরা তোমার জন্য প্রচণ্ড গর্ব অনুভব করি। তুমি (মেসি) শেষ পর্যন্ত লড়েছ, তুমি আমাদের শিখিয়েছো জীবনে হাল ছাড়তে নেই।" এছাড়াও বিশ্বকাপ ট্রফি জয়ের দীর্ঘ যাত্রায় মেসির সংগ্রামের কথা উল্লেখ করে আন্তোনেলা বলেন, "অবশেষে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা জানি তুমি এই বিশ্বকাপ ট্রফির জন্য বহু বছর সংগ্রাম করেছ।"
বিশ্বকাপ ফাইনালের আগে মেসির ১০ বছরের ছেলে থিয়াগোও একটি চিঠিতে মেসিকে নিয়ে আবেগঘন এক বার্তা লিখেছিল। চিঠিতে থিয়াগো বলেন, "আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা। আমরা তৃতীয় শিরোপাটি জিততে চাই। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।" ফাইনালের আগে ছেলে থিয়াগোর বায়নাকে বাস্তবতায় রূপ দিয়েছেন মেসি। বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে দেশকে ও পরিবারকে ৩৬ বছরের অপেক্ষার পর উপহার দিয়েছেন বিশ্বকাপ ট্রফি।
আন্তোনেলা রোকুজ্জো সাথে লিওনেল মেসির পরিচয় শৈশবে; সেই সাত বছর বয়স থেকে। অতঃপর বন্ধুত্ব থেকে প্রেম এবং প্রায় ৯ বছর প্রেমের পর ২০১৭ সালে আর্জেন্টিনার রোজারিওতে মেসি ও আন্তোনেল্লা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে মেসি ও আন্তোনেল্লার থিয়াগো (১০), মাতেয়ো (৭) ও চিরো (৪) নামের তিন সন্তান রয়েছে। এছাড়াও ইন্সট্রাগ্রামে আন্তোনেল্লার রয়েছে প্রায় দুই কোটি ফলোয়ার।
সূত্র: স্পোর্টসব্রিফ