ফের আইসিইউতে পেলে
কিছুদিন আগেই বৃহদান্তে অস্ত্রোপচারের পর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে জানিয়েছিলেন, সৌভাগ্যবসত সবার সঙ্গে বিজয় উদযাপনে অভ্যস্ত তিনি। বন্ধু ও পরিবারের ভালোবাসা নিয়ে হাসিমুখে খেলে যেতে চান তিনি। কিন্তু ৮০ বছর বয়সী পেলের শরীর তাতে সায় দিচ্ছে না। দুই দিনের মাথায় আবারও আইসিইউতে ভর্তি ফুটবলের এই মহাতারকা।
কদিন আগেই আইসিইউ থেকে সাধারণ সেকশনে নেওয়া হয়েছিল পেলেকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনই খবর জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি এখনও।
ইএসপিএন ব্রাজিলের খবরে জানানো হয়েছে, পেলেকে পুনরায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে অ্যাসিড রিফ্লাক্সের কারণে।
শরীরে জটিলতা দেখা দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে যান পেলে। সে সময় তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে। কয়েকদিন হাসপাতালে থাকার পর পেলের শরীরে সফল অস্ত্রোপচার করা হয়।
পেলে সব সময়ই নিজের শারীরিক অবস্থা সবার সঙ্গে শেয়ার করেন। গত মঙ্গলবার আইসিইউ থেকে সাধারণ সেকশনে নেওয়ার পর পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছিলেন, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আগের মতো করেই বলেছিলেন, শুধু ৯০ মিনিটই নয়, প্রয়োজনে অতিরিক্ত সময়ে খেলতেও প্রস্তুত তিনি।
ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী পেলে খেলোয়াড়ি জীবনে খুব বেশি চোটে পড়েননি। টানা খেলে গেছেন জাতীয় দল ও ক্লাব ফুটবলে। কিন্তু দেশটির সর্বোচ্চ ৭৭ গোলের মালিক পেলের কাছে সেসব এখন কেবলই স্মৃতি। সাহায্য ছাড়া এখন নিজে থেকে চলাফেরা করতে পারেন না তিনি।