ফের পেছালো প্রিমিয়ার লিগ
দীর্ঘ বিরতির পর ৩১ মে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। এক রাউন্ড পরই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি পিছিয়ে গেল। দীর্ঘ বিরতির কারণে ছিল করোনাভাইরাস, এবার পেছালো বৈরী আবহাওয়ায়। আসরটি দুই দিনের জন্য পিছয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হওয়ায় তিনটি ভেন্যুর দুটিই পানির নিচে চলে যায়। বিকেএসপির দুটি মাঠে খেলা আয়োজনের কোনো সুযোগই ছিল না। এ কারণে দ্বিতীয় রাউন্ড স্থগিত ঘোষণা করেছে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
বৃষ্টির কারণে সোমবার প্রথম রাউন্ডের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটা রাউন্ডের খেলা একদিন করে পেছানো হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু হবে লিগ। অর্থাৎ, তৃতীয় রাউন্ডের জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো তৃতীয় রাউন্ডের দিন অনুষ্ঠিত হবে। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পিছিয়েছে। তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।'
আগামী ৩ জুন তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড হবে আগামী ৪ জুন।