ফের স্থগিত এশিয়া কাপ
ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে এবার এশিয়া কাপ নাও হতে পারে; আগেই জানা গিয়েছিল এমন তথ্য। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও এশিয়া কাপ একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত ফাইনালে ওঠায় এশিয়া কাপের ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। এর মধ্যে আয়োজক দেশে শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আসরটি আরও একবার স্থগিত হয়ে গেল।
আগামী জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু আসরটি এবার অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। বুধবার তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতির কারণে এই বছরের জুনে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।'
করোনা সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে শ্রীলঙ্কা সরকার। ইতোমধ্যে ১০ দিনের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থার মাঝে এশিয়া কাপ আয়োজন করে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। যদিও এশিয়া কাপ স্থগিতের ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
মূল সূচি অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের প্রকোপে গত বছরের জুলাইতে আসরটি স্থগিত ঘোষণা করা হয়।
এ ছাড়া পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলে ঝামেলাও ছিল, আসরটিতে অংশ নিতো না ভারত। এ কারণে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব অদল-বদল করে নেয় পাকিস্তান-শ্রীলঙ্কা। পরের আসরটির আয়েজক হবে পাকিস্তান। যদিও ভারতের কারণে ঘরের মাটিতে পাকিস্তান আসরটি আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।