ফ্রেডেরিক ওভারডিকের কীর্তি: ৪ ওভারে ৭ উইকেট শিকার!
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন নেদারল্যান্ডের নারী ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডিক। বৃহস্পতিবার নারীদের টি-২০ বিশ্বকাপের ইউরোপ কোয়ালিফায়ারের খেলায় ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৩ রান দিয়ে একাই নিলেন ৭ উইকেট!
টি-২০-তে এর আগে কোনো বোলার এমন কীর্তি দেখাতে পারেননি।
শুক্রবার আইসিসির টুইটবার্তা থেকে জানা যায়, স্পেনের কার্টাগেনা শহরের লা মাঙ্গা ক্লাব মাঠে ফ্রেডেরিকের বোলিং তোপে ১৭.৫ ওভারে ফ্রান্স মাত্র ৩৩ রানে গুটিয়ে যায় ফ্রান্স। জবাবে নেদারল্যান্ডস ৩.৪ ওভারেরই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এর আগে নারীদের আন্তর্জাতিক টি-২০-তে সবচেয়ে দাপুটে বোলিং ফিগার ছিল নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে মালদ্বীপের বিরুদ্ধে কোনো রান খরচ না করেই ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
-
সূত্র: জি নিউজ