বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বিপ্লবের কাছে প্রস্তুতির মঞ্চ
টি-টোয়েন্টি দিয়ে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ দলে অভিষেক। এরপর এই ফরম্যাটে আরও ৬টি ম্যাচ খেলেন আমিনুল ইসলাম বিল্পব। করোনাভাইরাসের প্রকোপ না থাকলে এতোদিনে ম্যাচের সংখ্যা ১০-১৫ হয়ে যেতে পারতো। কিন্তু করোনার ছোবলে কেবল আন্তর্জাতিক ম্যাচই নয়, দীর্ঘদিন ধরে মাঠে অনুশীলনও করতে পারেননি তরুণ এই লেগ স্পিনার।
ঘরে থাকতে থাকতে বাকি ক্রিকেটারদের মতো হাঁফিয়ে উঠেছিলেন বিপ্লবও। দীর্ঘ বিরতির পর গত জুলাইতে একক অনুশীলন দিয়ে মাঠে ফেরেন তিনি। এরপর গত মাসে খেলেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপ। ফরচুন বরিশালের হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ কিছু করার লক্ষ্য তার, তবে আসরটিকে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন বিপ্লব, 'দীর্ঘদিন আমরা টি-টোয়েন্টি অনুশীলনের মধ্যে ছিলাম না। দীর্ঘদিন আমাদের টি-টোয়েন্টি ম্যাচ প্রস্তুতি নেই। এখানে যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, নিজেদের প্রমাণের ভালো সুযোগ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতিও নেয়া যাবে।'
পরিকল্পনা বাস্তবায়ন করে নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা বিপ্লব দলের জন্য নিজের সবটা নিংড়ে দিতে চান। ৭ টি-টোয়েন্টিতে ১০ উইকেট নেওয়া এই লেগ স্পিনার বলেন, 'নিজের পরিকল্পনা আছে। অনেক দিন পর আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। চেষ্টা করব নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য। প্রতিটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করব। ম্যাচ বাই ম্যাচ নিজের দলকে ভালো কিছু দেয়ার চেষ্টা করব।'
অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে পাচ্ছেন বিপ্লব। এ ছাড়া দলে আছেন আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহির মতো ক্রিকেটারা। দলের সমন্বয় নিয়ে খুশি বিপ্লব বলেন, 'আমাদের দলের সমন্বয় খুব ভালো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে আমাদের দল হয়েছে। অবশ্যই আমরা চ্যাম্পিয়নের হতেই খেলব।'
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।