বলের আঘাতে মাঠ ছাড়লেন আফিফ
দুদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩০ আগস্ট অনুশীলন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের। এদিন অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব।
নিউজিল্যান্ড দলের অনুশীলন ছিল সকাল ১০টা থেকে। বাংলাদেশ অনুশীলন শুরু করে বিকাল ৪টা থেকে। শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেন ক্রিকেটাররা। এরপর মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং শুরু হয়। এখানেই ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান আফিফ।
তরুণ এই অলরাউন্ডার নেটে ব্যাটিং করছিলেন, বোলার ছিলেন পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি গিয়ে আফিফের ডান হাতে লাগে।
বলের আঘাতে উইকেটেই শুয়ে পড়েন আফিফ। কিছুক্ষণ সেখানেই শুয়ে থাকেন এই অলরাউন্ডার। পরে তাকে উঠিয়ে আঘাত পাওয়া জায়গায় বরফ দেওয়া হয়। এরপর আর ব্যাটিং করেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। তাকে পাশেই বসিয়ে পর্যবেক্ষণ করছিলেন ট্রেনার নিক লি।
মাঠ ছাড়লেও আফিফের চোট গুরুতর নয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'আফিফের চোটটা ততোটা গুরুতর নয়। অমন কিছু হলে তো ভেতর থেকে স্ক্যান করতে বলতো। যেহেতু বলেনি, আমার মনে হয় খারাপ কিছু নয়। এ নিয়ে আমাকে কিছু জানাইনি, অমন কিছু হলে আমাকে জানানো হতো।'
তাসকিনের বোলিংয়ের বিপক্ষে চোট পান মুশফিকুর রহিমও। তার চোটও গুরুতর নয় বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।