বাংলাদেশ সিরিজ আয়োজনে আশাবাদী জিম্বাবুয়ে
আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়ার কথা বাংলাদেশের। করোনাকাল হওয়ায় এই সফরে বাংলাদেশকে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, তা নিয়ে আলোচনা চলছে। এর মাঝে খবর এলো করোনায় লকডাউনের কারণে সোমবার থেকে জিম্বাবুয়েতে সব ধরনের স্পোর্টস ইভেন্ট স্থগিত করেছে দেশটির সরকার।
এরই অংশ হিসেবে জিম্বাবুয়ে 'এ' দল ও দক্ষিণ আফ্রিকার 'এ' দলের মধ্যকার চার দিনের ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ছাড়া সাময়িক সময়ের জন্য সব ধরনের ক্রিকেট কার্যক্রমও স্থগিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সব ধরনের ক্রিকেট স্থগিত হলেও বাংলাদেশ সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ে। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'করোনার সংক্রমণের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের জানিয়েছে, তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে।'
'ওদের সিইও'র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী।' যোগ করেন বিসিবির প্রধান নির্বাহী।
রোববার জিম্বাবুয়ে 'এ' দল ও দক্ষিণ আফ্রিকার 'এ' দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ শুরু হয়। এদিনই দেশটির সরকার লকডাউন কার্যকর করার ঘোষণার দেয়। অবশ্য এই ম্যাচটি শেষ করতে ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। পাশাপাশি যেসব আন্তর্জাতিক সিরিজের ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ, সেগুলোর প্রস্তুতিও চালিয়ে যাওয়ার আবেদন করেছে জিবাবুয়ে ক্রিকেট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই অনুরোধ করা হলেও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আমাদের সকলের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবার আগে।' সামনের সিরিজ আয়োজনের ব্যাপারেও আত্মবিশ্বাসের কথা জানিয়েছে তারা, 'কোভিড-১৯ মহামারির মাঝে জৈব সুরক্ষা বলয়ে দর্শকশূন্য মাঠে, সবার একাধিক টেস্ট করানো এবং নিরাপদ বলয়ে থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আয়োজন করার পর আমরা বিশ্বাস করি, ক্রিকেট পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সামর্থ্য ও অভিজ্ঞতা আছে।'
সূচি অনুযায়ী বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।