বায়ার্নের বিপক্ষে হারল বার্সা, চেলসি-জুভেন্টাসের জয়
ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হলো হতাশায়। ঘরের মাঠেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে কুলিয়ে উঠতে পারলো না তারা। লিওনেল মেসি চলে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে বড় হার নিয়ে মাঠ ছাড়লো রোনাল্ড কুমানের দল। তবে জয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসও।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। পুরো ম্যাচে কাতালানদের শাসন করে খেলা বায়ার্নকে প্রথম এগিয়ে দেন টমাস মুলার। পরে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি।
'এইচ' গ্রুপের ম্যাচে জেনিতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে চেলসি। ইন্টার মিলান ছেড়ে চেলসিতে পাড়ি জমানো বেলজিক স্ট্রাইকার রোমেলু লুকাকু দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এই গ্রুপের আরেক ম্যাচে মালমোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টদের হয়ে একটি করে গোল করেন আলেক্স সান্দ্রো, পাওলো দিবালা ও আলভারো মোরাতা।
১১ মাস আগে লিসবনে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেদিক থেকে প্রতিশোধের ম্যাচই ছিল কাতালানদের জন্য। কিন্তু জার্মান ক্লাবটির বিপক্ষে এবারও ভরাডুবি হলো তাদের।
ম্যাচে ৫২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে বায়ার্ন। বলের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি আক্রমণেও অনেক এগিয়ে ছিল জার্মান চ্যাম্পিয়নরা। অবিরত আক্রমণে বার্সাকে পাগল করে তোলা বায়ার্ন গোলমুখে শট নিয়েছে ১৭টি, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বার্সেলোনা সেখানে মাত্র ৫টি শট নিয়েছে, এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।