বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রামোস
রিয়াল মাদ্রিদ বলতে অনেকেই সার্জিও রামোসকে বোঝেন। ক্লাবটির প্রতি তার নিবেদন অনুকরণীয়। এই নিবেদন দুই-এক দিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৬ বছরে রিয়ালে কাটিয়েছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। এতোদিনের সম্পর্ক কাটা পড়ছে এবার। স্বভাবতই মন খারাপ রামোসের। রিয়ালকে বিদায় বলতে গিয়ে চোখ ভিজে উঠলো তার, কণ্ঠ হয়ে উলো ভারী।
রিয়াল ছাড়ার ইচ্ছা অবশ্য ছিল না রামোসের। এমনকি চুক্তি নিয়েও আহামরি প্রত্যাশা ছিল না অভিজ্ঞ এই ফুটবলারের। ক্লাবের পরিকল্পনার কারণে তার থাকা হচ্ছে না। ১০ শতাংশ বেতন কমিয়ে রামোসকে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল রিয়াল। কিন্তু তার চাওয়া ছিল দুই বছরের চুক্তি। রামোসের চাওয়ার দাম না দেওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরআগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রিয় ক্লাবকে বিদায় বলে দিলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে রামোস আফসোস করলেন চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যু থেকে বিদায় না নিতে পেরে। এটাও জানালেন, আবার ফিরে আসবেন তিনি।
আবেগাপ্লুত রামোস বলেন, 'আমার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর একটি এসে গেল। রিয়াল মাদ্রিদকে বিদায় বলার সময় এসেছে। বাবার হাত ধরে আমি এখানে এসেছিলাম (এ সময় রামোসের চোখ বেয়ে পানি পড়ছিল)। আবেগাপ্লুত না হওয়াটা অসম্ভব। সান্তিয়াগো বর্নাব্যু থেকে বিদায় নিতে পারলে ভালো লাগতো।'
২০০৫ সালে ২ কোটি ৭০ লাখ পাউন্ডে শৈশবের ক্লাব সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস। দীর্ঘ ১৬টি মৌসুমে লা ব্লাঙ্কোসদের হয়ে ৬৭১টি ম্যাচ খেলেছেন তিনি, ট্রফি জিতেছেন ২২টি। রক্ষণভাগের খেলোয়াড় হলেও রিয়ালের হয়ে ১০১টি গোল করেছেন তারকা এই ফুটবলার। অ্যাসিস্ট করেছেন ৪০টি গোলে। রামোসের ১০১ গোলের মধ্যে ৩১টি গোল রিয়ালকে জয় এনে দিয়েছে।