দুই বছর মাসে ১ লক্ষ করে টাকা পাবে আকবররা: পাপন
বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দেশে ফেরার পর হোম অব ক্রিকেট মিরপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিশ্ব জয়ী এই দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি চুক্তির আওতায় আগামী দুই বছর মাসে এক লক্ষ করে টাকা দেবে বিসিবি।
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের দীর্ঘ মিশন শেষে বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া যুবাদের বরণ করে নিতে জমকালো আয়োজনের ব্যবস্থা করে বিসিবি।
এরপর রাত সাড়ে আটটার দিকে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ও কোচ নাভিদ নাওয়াজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই দলটা চ্যাম্পিয়ন হয়েছে। ওদের আরও উন্নতি দরকার। এই চ্যাম্পিয়ন হওয়া দলটাকে নিয়ে আমরা অনুর্ধ্ব-২১ নামে একটি ইউনিট গঠন করবো। ওদেরকে আরও দুই বছর অনুশীলন করাবো। প্রতিমাসে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। যদি বিচ্যুতি বা তেমন উন্নতি না দেখি, তাহলে এই চুক্তি বাতিল হবে।”
বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন হাজারো ভক্ত-সমর্থক।