বিশ্ব বিজয়ীরা দেশে ফিরছেন কাল
বিশ্ব জয় করা শেষ, এবার দেশে ফেরার পালা। বুধবার বিকেল ৫টায় দেশে পৌঁছাবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। বিশ্বজয়ী দলকে বিমানবন্দরেই অভ্যর্থনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়।
অভ্যর্থনার পর যুব দলকে নিয়ে যাওয়া হবে বিসিবিতে। বিশ্বজয়ী দামালদের জন্য বিশেষ আয়োজন রেখেছে বিসিবি। প্রথমে কোচ নাভিদ নাওয়াজ, অধিনায়ক আকবর আলীসহ কয়েকজন ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর সেখানেই ডিনার করবে যুব দল।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘কাল বিকেল ৫টার দিকে দল এসে পৌঁছাবে। যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল, যতোটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু আয়োজন রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার জন্য এবং যতো তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।’
বিসিবির আয়োজন শেষে একাডেমি ভবনে রাত থাকবেন বাংলাদেশের যুবারা। তবে যাদের বাসা ঢাকাতেই, তারা চলে যাবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘তাদের বিসিবিতে আনা হবে, এখানে কিছু আয়োজন রাখা হয়েছে। একটা সংবাদ সম্মেলন হবে। এরপর তারা পরিবারের কাছে চলে যাবে। এখন যে শিডিউল, তাতে তাদের পরশু সকালেই যাওয়ার কথা। তবে যারা ঢাকাতে থাকে, তারা কাল রাতেই চলে যাবে।’
বিশ্বকাপ জেতায় অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চুক্তি নবায়নের বিষয়গুলো আমরা আগেই চিন্তা করে রেখেছি। আমরা সম্ভবত তাদের সবার সাথে চুক্তি কন্টিনিউ করব। আমাদের বিদেশি যে এক্সপার্ট আছেন, তারা আমাদের সঙ্গেই থাকছেন।’