বিশ্রাম নেই সাকিবের
সবাই বিশ্রামে, রোববার দলের অনুশীলন না থাকায় হোটেলেই সময় কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু বিশ্রাম নেই সাকিব আল হাসানের। বাঁহাতি এই অলরfউন্ডার এদিনও চলে গেছেন মাঠে। প্রথম টেস্ট শুরুর আগে ব্যাটিং-বোলিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।
তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়ায় পরের দুদিন অনুশীলন করেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুক্রবার স্ক্যান রিপোর্ট ভালো আসায় শনিবার থেকে অনুশীলন শুরু করেন তিনি। এদিন তাকে পুরাপুরি স্বস্তিতে দেখা যায়নি। এ কারণেই নিজের ম্যাচ ফিটনেসের অবস্থা বুঝতে রোববার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব।
শনিবার নেট ও সেন্টার উইকেট মিলিয়ে ৫০ মিনিটের মতো ব্যাটিং করেন সাকিব। সুইপ শটে কিছুটা সমস্যা হচ্ছিল অভিজ্ঞ এই ক্রিকেটারের। চাপ নিয়ে পরে আর বোলিং করেননি তিনি। রোববার থেকে বোলিং শুরু করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। অনুশীলনে তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
১০টার মধ্যেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে যান সাকিব। তার সঙ্গে অনুশীলনে ছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের ডানহাতি এই পেসার অবশ্য বোলিং করেননি। ফিটনেস ট্রেনিং করেছেন তিনি। ২ হাজার মিটার রানিং করেছেন তাসকিন। তৃতীয় ওয়ানডের পর শরীরে জড়তা থাকায় দুই দিনের বিশ্রামে ছিলেন বাংলাদেশের এই গতি তারকা।
১০টার পরে নেটে ব্যাটিং শুরু করেন সাকিব। জাতীয় দলের অনুশীলন না থাকায় সতীর্থ কাউকে বোলার হিসেবে পাননি তিনি। নেট বোলারদের বিপক্ষে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন তিনি, খেলেছেন থ্রো ডাউনও। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন জন লুইস।
ব্যাটিংয়ের পর বোলিং শুরু করেন সাকিব। তবে পুরোদমে বোলিং করেননি তিনি। ৫ ওভার বোলিং করেই শেষ করেছেন অনুশীলন। তার বিপক্ষে ব্যাটিং করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার পুরো বোলিংয়ে সতর্ক দৃষ্টি ছিল ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর।
টেস্টের লড়াইয়ের আগে সাকিবের ব্যাটিং ও বোলিং ফিটনেস দেখতেই কোচরা এই সেশনে সময় ব্যয় করেছেন। সোমবারও সাকিবের ব্যাটিং-বোলিং ফিটনেস যাচাই করবেন কোচরা। এরপর ক্যালেফাতো সাকিবের ম্যাচ ফিটনেসের সার্টিফিকেট দেবেন।
এ বিষয়ে ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার সাব্বির খান বলেন, 'ব্যক্তিগত অনুশীলন করেছেন সাকিব। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ লুইস ও ফিজিও কেলাফতে তাকে দেখেছেন। অনুশীলনে সাকিবের অবস্থান জানতেই এ সেশন। আগামীকাল দলের অনুশীলনেও তাকে আবার দেখা হবে।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।