বুমরাহ-অশ্বিনে প্রথম দিন ভারতের
আগের টেস্টের যন্ত্রণা এখনও ভোলেনি ভারত। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর বড় ব্যবধানে হার মানতে হয়েছিল সফরকারীদের। দ্বিতীয় টেস্ট দিয়ে ছন্দে ফিরতে মরিয়া তারা। এ মিশনে এখন পর্যন্ত সফল ভারত। জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের দারুণ বোলিংয়ে বেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অজিদের ১৯৫ রানে অলআউট করেছে ভারত।
বুমরাহ ৪, অশ্বিন ৩ ও মোহাম্মদ সিরাজ ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেধে ফেলার ১ উইকেটে ৩৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। যদিও রানের খাতা খোলার আগেই ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হারাতে হয় তাদের। শুরুর চাপ সামলে দিনের বাকিটা সময় পার করেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। গিল ২৮ ও পূজারা ৭ রানে অপরাজিত আছেন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া কোনো ব্যাটসম্যানের কাছ থেকেই বড় ইনিংস পায়নি। বুমরাহ-অশ্বিনদের বোলিং তোপে কেউ-ই সুবিধা করতে পারেননি। তাদের একজন ব্যাটসম্যানও হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।
সর্বোচ্চ ৪৮ রান করেন মার্নাস ল্যাবুশেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। এ ছাড়া ম্যাথু ওয়েড ৩০, ক্যামেরন গ্রিন ১২ ও অধিনায়ক টিম পেইন ১৩ রান করেন। ৫৬ রান খরচায় ৪ উইকেট নেন ভারতের পেসার বুমরাহ। ৩ উইকেট নিতে অশ্বিনের খরচা ৩৫ রান। বাকি ৩ উইকেটের মধ্যে সিরাজ ও ২টি ও রবীন্দ্র জাদেজা একটি উইকেট নেন।