বোল্টের ‘রাজ্যে’ নতুন রাজা ইতালির জেকবস
রাজ্যটা ছিল উসাইন বোল্টের। গত তিন অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে একক আধিপত্য ধরে রেখেছিলেন জ্যামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। দ্রুততম মানবের বিশ্ব রেকর্ডও তার দখলে। রিও অলিম্পিকের পর বোল্টের অবসর নেওয়ায় এবার নতুন দ্রুততম মানব দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। রোববার ফুরালো সেই অপেক্ষা। টোকিও অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানবের মুকুট জিতেছেন ইতালির স্প্রিন্টার মার্সেল জেকবস।
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে রোববার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জেকবস। তার হাত ধরে অলিম্পিকে ইতিহাস গড়লো ইতালি। দেশটির অলিম্পিক ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটারে স্বর্ণ জিতলেন জেকবস।
১০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন ফ্রেড কারলি। যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড। রিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন আন্দ্রে ডি গ্রাস। টোকিও অলিম্পিকে পদক জেতার লড়াইয়ে তিন স্প্রিন্টারই নিজেদের সেরা সময়ে দৌড়েছেন।
১০০ মিটার স্প্রিন্টে দেশকে প্রথম স্বর্ণ এনে দিলেও ফেবারিট ছিলেন না মার্সেল জেকবস। অথচ হিটের সেমি-ফাইনালে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ফাইনালে শুরু দেখেও মনে হয়নি সেরার মুকুট জিততে যাচ্ছেন ইতালিয়ান এই স্প্রিন্টার। শুরুর পর কয়েক সেকেন্ডের জন্য পিছিয়ে ছিলেন তিনি। সবার সামনে ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। কিন্তু শেষের কয়েক সেকেন্ডে গতির ঝড় তুলে সেরার মুকুট জিতে নেন জেকবস।
সেমি-ফাইনালে সবাইকে জমকে দিয়েছিলেন বিংতিয়ান সু। ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন দ্বিতীয় এশিয়ান হিসেবে ১০০ মিটারের ফাইনালে ওঠা চীনের এই স্প্রিন্টার। তার সমান সময় নেন যুক্তরাষ্ট্রের রনি বেকার। কিন্তু এই দুজনের কেউ-ই ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারেননি। কপাল পুড়েছে গ্রেট ব্রিটেনের স্প্রিন্টার ঝারলেন হিউজের। বাঁশি বাজার আগেই দৌড় দিয়ে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। ফাইনালের অংশ নেন সাতজন স্প্রিন্টার।