ভারত ও আফগান যুবাদের নিয়ে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ
ঘরোয়া দুটি টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে সিরিজ খেলে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। জাতীয় নারী দল অনুশীলনে ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে। এবার ঘরোয়া ক্রিকেটসহ অনূর্ধ্ব-১৯ দলকেও মাঠে ফেরানোর পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে বিসিবি। আগামী নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। এমনই জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার।
এরআগে মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশ যুবাদের। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডায় সিরিজটি অনুষ্ঠিত হবে। পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে দুই দল। নয়ডাতেই ত্রিদেশীয় সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু নভেম্বরে বাংলাদেশে সিরিজটি অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১০ মার্চ ভারতে যাবে যুবাদের দলটি। আবু ইমাম মো. কাওসার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আফগানিস্তান সিরিজকে সামনে রেখে খুব ভালো অনুশীলন হচ্ছে। কোচিং স্টাফরা সবাই আছেন। সিরিজটি নয়ডায় হবে, এটা আফগানিস্তান হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে।'
ত্রিদেশীয় সিরিজ নিয়ে তিনি বলেন, 'ভারতেই ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের কথা চলছিল। কিন্তু এবার সেটা ওখানে হবে না। নভেম্বরে ভারত ও আফগানিস্তান নিয়ে সিরিজটি বাংলাদেশে হবে।'
২২জন ক্রিকেটারকে নিয়ে মিরপুরে যুব দলের ক্যাম্প চলছে। করোনার কথা মাথায় রেখে বড় দল প্রস্তুত রাখছে বিসিবি। গত জুলাইয়ে ৪৫ ক্রিকেটার নিয়ে যাত্রা শুরু করে যুব দল। ধাপে ধাপে ক্রিকেটারদের বাছাই করে ২২ জনের দল নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি।