ভ্যাকসিন না নেওয়ায় ফুটবল ম্যাচ দেখতে দেওয়া হলো না ব্রাজিলের প্রেসিডেন্টকে
ভ্যাকসিন গ্রহণ না করায় ব্রাজিলের ফুটবল লিগ ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। রোববার তিনি নিজেই জানিয়েছেন বিষয়টি।
করোনা মহামারি শুরুর পর প্রথম নিজেদের মাঠে দর্শক সহ খেলে সান্তোস। তাদের প্রতিপক্ষ ছিল গ্রেমিও। কিন্তু সান্তোস কর্তৃপক্ষ কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করে ভ্যাকসিন গ্রহণ না করা ভক্ত-সমর্থকদের মাঠে প্রবেশের উপর। এই নিষেধাজ্ঞার খড়গে পড়েই খেলা দেখা হলো না বলসোনারোর।
অবশ্য ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কেবল সেইসব দর্শককেই মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে যারা ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা যাদের কাছে নেগেটিভ পিসিআর টেস্টের সনদ রয়েছে।
'আমি সান্তোসের খেলাটি দেখতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে আগে ভ্যাকসিনেটেড হতে,' মেট্রোপোলেস নিউজ পোর্টালের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে বলসোনারা বলেন। তিনি আরও প্রশ্ন তোলেন, 'কিন্তু কেন?'
উল্লেখ্য, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ভ্যাকসিন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন, এবং অন্যদেরকেও তাঁর দৃষ্টান্ত অনুসরণ করতে আহবান জানিয়েছেন। তাঁর দাবি, ইতোমধ্যেই কোভিড-১৯ সংক্রমিত হওয়ায় তাঁর শরীরে অ্যান্টিবডি রয়েছে, ফলে তাঁর আর ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই।
অবশ্য এ বিষয়টি এখনও অস্পষ্ট যে সান্তোসের কাছেই একটি জায়গায় উইকেন্ড কাটানো ফুটবল ভক্ত বলসোনারো সত্যি সত্যিই ম্যাচটি দেখতে চেয়েছিলেন, নাকি নিছকই সান্তোস কর্তৃপক্ষের 'ভ্যাকসিন পাসপোর্ট' দাবি করার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।
এদিকে সান্তোসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের দলের তরফ থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। তবে তিনি আরও যোগ করেন যে সকল ভক্তকেই দেশের স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে হবে।
এখন পর্যন্ত ব্রাজিলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লক্ষের বেশি।
- সূত্র: রয়টার্স