মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় ‘সরি’ বললেন আকবর
যুব বিশ্বকাপের ফাইনালের পর মাঠের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ম্যাচের পর মাঠে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পেরে বিবাদে জড়িয়ে পড়েছিল বাংলাদেশ ও ভারত দলের খেলোয়াড়রা।
জয়ের জন্য যখন প্রয়োজন মাত্র এক রান, তখন রকিবুল হাসান বল ৩০ গজের সীমানা পার করেই দেন দৌড়। ম্যাচের নায়ক আকবর আলীও জয়ের আনন্দে তখন মাতোয়ারা। বাধ ভেঙে যাওয়া উল্লাসে তখন ফেটে পড়ছে বাংলাদেশ শিবির। গগন বিদারী চিৎকারে মাঠের দিকে দৌড় শুরু করেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা।
মাঠে ঢুকে আবেগে বাধ দিতে পারেননি তারা। ভারতের যুবারাও ম্যাচে হারের পর মেজাজ ধরে না রাখতে পারায় বাংলাদেশের ক্রিকেটারদের সাথে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেটা ধাক্কাধাক্কিতে চলে যায়। পুরো ঘটনা নিয়ে আইসিসি তদন্ত করেছে। আজই প্রতিবেদন দেয়ার কথা ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রুয়ের।
এমন ঘটনায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে আকবর বলেন, ‘যা হয়েছে সেটা দুঃখজনক। এটা হওয়া উচিত ছিল না। তবে আমি জানি না ঠিক কী হয়েছিল। আমি প্রশ্নও করিনি কী হচ্ছে। ফাইনালে সবারই একটু বেশি আবেগ কাজ করে। অনেকে উত্তেজিত হয়ে আবেগ ধরে রাখতে পারে না। তবে তরুণ খেলোয়াড় হিসেবে এমন করা উচিত নয়। প্রতিপক্ষের জন্য সম্মান থাকা উচিত।’
'ভদ্রলোকের খেলা ক্রিকেটে' এমনটা কখনই আশা করেন না বাংলাদেশকে প্রথম বিশ্ব শিরোপা এনে দেয়া এই তরুণ তুর্কি, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিত। তাই আমি আমার দলের পক্ষ থেকে বলছি, আমি দুঃখিত।’
এই ঘটনার সব দায় বাংলাদেশের খেলোয়াড়দের দিয়েছেন ভারতের অধিনায়ক প্রিয়ম গার্গ। তিনি বলেছেন, ‘আমরা সবাই স্বাভাবিক ছিলাম। আজ হারলে আরেকদিন জিতবো, এটাই নিয়ম। কিন্তু ওদের প্রতিক্রিয়া খারাপ ছিল। এমন হওয়া উচিত হয়নি। যাই হোক, বড় কিছু নয় এটা।’