সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা বাংলাদেশ বোলিং-ফিল্ডিংয়ে সেরা পারফরম্যান্স করতে পারেনি। এতে লক্ষ্যও ছোট থাকেনি। জীবন পেয়ে দারুণ এক ইনিংস খেললেন ওয়েসলে মাধেভেরে। পরে ডিওন মায়ার্স ও রায়ান বার্ল অনেকটা পথ এগিয়ে দেন দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৬৬ রান তুলেছে স্বাগতিকরা।
৫৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন মাধেভেরে। এ ছাড়া রেজিস চাকাভা ১৪, মায়ার্স ২৬ ও বার্ল ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মাহেদী হাসান ও সাকিব আল হাসান।
সাকিবের শিকার চাকাভা
আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছিলেন রেজিস চাকাভা। ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জিম্বাবুয়ের টপ অর্ডার এই ব্যাটসম্যান। দ্বিতীয় টি-টোয়েন্টি চাকাভাকে উইকেটে থিতু হতে দিলেন না সাকিব আল হাসান।
৯ রান করা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের রানের গতিতে লাগাম টানলেন সাকিব। ৭ ওভার শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৪ রান। ওয়েসলে মাধেভেরে ২৮ ও ডিওন মায়ার্স ৮ রানে ব্যাটিং করছেন।
মারুমানিকে ফেরালেন মাহেদী
আগের ম্যাচে বল হাতে সময়টা ভালো যায়নি মাহেদী হাসানের, এক ওভারেই খরচা করেন ১৮ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শুরুটা ভালো ছিল না ডানহাতি এই অফ স্পিনারের। প্রথম বলে ছক্কার পর দ্বিতীয় বলে চার হজম করতে হয় তাকে। তবে ওভারটা দারুণভাবে শেষ করেছেন মাহেদী।
ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে টাডিওয়ানাশে মারুমানির স্টাস্প উপড়ে নিয়েছেন মাহেদী। ৩ ওভার শেষে ১ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২২ রান। ওয়েসলে মাধেভেরে ১৭ ও রেজিস চাকাভা ১ রানে ব্যাটিং করছেন।
তৃতীয় ওভারে আরেকটি উইকেটের পতন হতে পারতো। কিন্তু তাসকিন আহমেদের বলে তোলা মাধেভেরের ক্যাচ নিতে পারেননি শরিফুল ইসলাম, মাহেদী হাসানের কেউ-ই। দুজনই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত কেউ-ই বলে হাত রাখতে পারেননি।