মুখ থুবড়ে মাঠে পড়ে গেলেন দুই উইন্ডিজ ক্রিকেটার
ইউরো শুরুর পরের দিনের ঘটনা। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলছিল ডেনমার্ক। প্রথমার্ধের শেষ দিকে বল পেয়েও তাতে লাথি দিলেন না ক্রিশ্চিয়ান এরিকসেন। উল্টো মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন তারকা এই মিড ফিল্ডার। খেলা বন্ধ, মাঠেই কিছুক্ষণ চিকিৎসার পর জ্ঞান ফিরলো তার। হাসাপাতালে নেওয়ার পর জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এরিকসেনের।
ফুটবল মাঠে এমন ঘটনা নতুন নয়, তবে ক্রিকেটে খেলোয়াড়ের জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার দৃশ্য একেবারেই বিরল। এই বিরল দৃশ্যই এবার ক্রিকেটে দেখা গেল, সেটাও দুজন খেলোয়াড়। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের নারী দলের দুজন ক্রিকেটার অচেতন হয়ে মাঠে পড়ে যান।
প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে যাওয়া ক্যারিবীয় নারীরা কাল সিরিজ জিতে নিয়েছে। বৃষ্টি হানার ম্যাচটি ডিএল মেথডে ৭ রানে জেতে স্বাগতিকরা। বৃষ্টির উৎপাতে খেলা বন্ধ হয়, এরআগে দুবার খেলা থামাতে হয় দুই ক্রিকেটারের জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যাওয়ার ঘটনায়।
১০ মিনিটের মধ্যে দুজন ক্রিকেটার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরও অবশ্য ম্যাচ চালিয়ে নেওয়া হয়। দুজন বদলি খেলোয়াড় নামিয়ে ম্যাচ খেলে উইন্ডিজ। মাঠে পড়ে যাওয়া শিনেল হেনরি ও চেডিন নেশন বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক মুখপাত্র।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলটি করতে যাচ্ছিলেন হেইলি ম্যাথুস। এমন সময়ে বল না করে তিনি ছুটে যান মিড অফে। সেখানে দাঁড়ানো শিনেল হেনরি মাটিতে পড়ে যান। এরপর হেনরিকে স্ট্রেচার করে মাঠের বাইরে নেওয়া হয়। পরে তাকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেনরি হাসাপাতালের পথে থাকতেই ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। অচেতন হয়ে মাঠে পড়ে যান চেডিন নেশনও। প্রাথমিক চিকিৎসার পর নেশনকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর দুজন বদলি খেলোয়াড় নিয়ে খেলে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিষয়ে এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, 'শিনেল হেনরি ও চেডিন নেশনকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনই জ্ঞান ফিরে পেয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।'