মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি
করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। ব্যাটটি নিলামে তোলার পর কম উত্তেজনা ছড়ায়নি। ভুয়া বিডিংয়ের কারণে নিলাম স্থগিত পর্যন্ত করা হয়। ঐতিহাসিক ব্যাটটির নিলাম শেষ হলো আরও বড় চমক দিয়ে।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকের ব্যাটটি কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
ছয়দিন ধরে চলা ব্যাটটির নিলাম শেষ হয় বৃহস্পতিবার রাতে। তবে সেদিন রাতে বিজয়ীর নাম ঘোষণা করেনি নিলাম আয়োজকরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় স্পোর্টস ফর লাইফের ফেসবুক লাইভে ঘোষণা দেওয়া হয় বিজয়ীর নাম। মুশফিক নিজেই জানান, তার ব্যাটটি শহীদ আফ্রিদি কিনে নিয়েছেন।
পাকিস্তানের সাবেক এই অলাউন্ডারের 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' ২০ হাজার ডলারে ব্যাটটি কিনে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ টাকার মতো।
ছয়দিন ধরে চলা মুশফিকের এই নিলাম আয়োজন করেছিল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো, স্পোর্টস ফর লাইফ ও পিকাবো.কম।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। তার ২০০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। ইতিহাসগড়া সেই ব্যাটটি মানবতার সেবায় উৎসর্গ করলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
ব্যাটটি কিনে নেওয়ায় আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেছেন, 'আমি অনেক আগে থেকেই আফ্রিদির বড় ভক্ত। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের অনেক ভালো স্মৃতি আছে। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন।'
মুশফিক আরও বলেন, 'এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত। যত টাকাই হয়েছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মানুষের জন্য কাজে লাগানো যায়। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি, সামর্থ্যবান সবাই মানুষের পাশে দাঁড়াবেন।'
ভুয়া বিডিংয়ের কারণে নিলাম প্রক্রিয়া কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রচুর ভুয়া বিডিংয়ের কারণে প্রকৃত বিডার বাছাই করা যাচ্ছিল না। এই বিষয়টি নিয়ে যারপরনাই হতাশ মুশফিক। তিনি বলেন, 'এমন একটা মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।'