মেলবোর্নে জয়ের সুবাস পাচ্ছে ভারত
মেলবোর্ন টেস্টের শুরুর দিন থেকেই চালকের আসনে আছে ভারত। ব্যাটে-বলে শাসন করে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রেখে সফরকারীরা। প্রথম ইনিংসে অল্প রানেই অজিদের গুটিয়ে দেওয়া অজিঙ্কা রাহানের দল দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখাচ্ছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বসেছে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নেওয়া অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পিছিয়ে পড়া রান তুলে মাত্র ২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ক্যামেরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে অপরাজিত আছেন।
জাসপ্রিত বুমরাহ ও রবীচন্দ্রন অশ্বিনের দারুণ বোলিংয়ে ১৯৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে রাহানের সেঞ্চুরি (১১২) ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে (৫৭) প্রথম ইনিংসে ৩২৬ রান তোলে ভারত। প্রথম ইনিংসেই ১৩১ রানের লিড পায় তারা।
১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া এবারও দিক হারিয়েছে। দলীয় ৪ রানেই অজি ওপেনার জো বার্নসকে ফিরিয়ে দেন ভারতের পেসার উমেশ যাদব। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ম্যাথু ওয়েড ও মার্নাস ল্যাবুশেন।
যদিও তাদের জুটি দীর্ঘ হয়নি। ২৮ রান করে থামেন ল্যাবুশেন। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারানো অজিরা দলীয় ৭১ রানে হারায় স্টিভেন স্মিথকে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৪০ রান করে আউট হন ম্যাথু ওয়েড। ট্রাভিস হেড করেন ১৭ রান।
রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নিয়েছেন। এ ছাড়া জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পান। অস্ট্রেলিয়ার বাকি চার ব্যাটসম্যানকে আউট করে জয় তুলে নেওয়ার জন্য দুইদিন সময় পাচ্ছে ভারত।