মেসি-দিবালাদের ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চ ছড়ানো গল্প। দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় থাকে পুরো ফুটবল দুনিয়া। বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফুটবল লড়াইয়ের আরও একটি বড় রোমাঞ্চ লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি হওয়া। দলের খেলা ছাপিয়ে কখনও কখনও দ্বৈরথটা বিশ্বের অন্যতম সেরা এই দুই ফুটবলারেরও হয়ে ওঠে।
সুপারক্ল্যাসিকো খ্যাত এই ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ব্রাজিলের ফিলিপে কোটিনহো, ফিরমিনো কিংবা আর্জেন্টিনার পাওয়া দিবালা, লাওতারো মার্তিনেস, লেয়ান্দ্রো পারেদেসরাও। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে এদের অনেককেই দেখা যাবে না।
করোনাকালে ভ্রমণে বিধিনিষেধের কারণে ইউরোপে খেলা খেলোয়াড়দের ছাড়াই বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে মাঠে নামতে হতে পারে কনমেবলের দলগুলোকে। আর্জেন্টিনা অবশ্য জানিয়ে দিয়েছে, ইউরোপের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সমস্যা নেই তাদের।
শেষ পর্যন্ত এমন হলে মেসি, দিবালা, লাওতারোদের ছাড়াই ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে। কেবল ব্রাজিলের বিপক্ষেই নয়, ল্যাটিন অঞ্চলের আরেক পরাশক্তি উরুগুয়ের বিপক্ষেও মেসিদের ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কনমেবলের ১০টি সদস্য দেশের সভাপতি, কনমেবল ও ফিফার সভাপতি মিলে শুক্রবার এক সভায় বসেছিলেন। এই সভাতেই ইউরোপে খেলা ফুটবলারদের ছাড়াই বিশ্বকাপ খেলার কথা জানিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল অবশ্য এখনও সিদ্ধান্ত জানায়নি। উল্টো তারা চলতি মাসে বাছাইপর্বের ম্যাচই খেলতে চাইছে না। দুই-এক দিনের মধ্যেই হতে যাওয়া আরেকটি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ঘরের মাঠ এস্তাদিও উনিকোতে আগামী ২৭ মার্চ উরুগুয়ের মুথোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।