রোনালদোকে টপকে সেরা দিবালা
৩৩ ম্যাচে ৩১ গোল। অনেকেই ধরে নিয়েছিলেন এবার সিরি 'এ'র সেরা খেলোয়াড় হচ্ছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবারের ঘোষণায় তাদেরকে হতাশাই হতে হচ্ছে। রোনালদোরই সতীর্থ পাওলো দিবালাকে সিরি 'এ'র সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।
পরিসংখ্যানে রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৩৩ ম্যাচে ৩১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫টি গোল করিয়েছেন রোনালদো। অন্যদিকে ১১টি গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট আছে দিবালার। কিন্তু দলের জয়ে এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় দিবালাকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
গত মৌসুমে রোনালদোর ছায়ায় চাপা পড়ে গিয়েছিলেন দিবালা। কিন্তু এবারের মৌসুমের শুরু থেকেই দৃঢ়প্রত্যয়ী দিবালার দেখা মেলে। যদিও এ পথে বড় ধাক্কা হয়ে এসেছিল করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে চারবার আক্রান্ত হন তিনি। শেষমেষ অবশ্য কিছুই বাধা হতে পারেনি, মাঠে ফিরে জুভেন্টাসকে ঠিকই পথ দেখিয়েছেন দিবালা।
সেরা মিড ফিল্ডার হয়েছেন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো পাও গোমেজ। আতালান্তার হয়ে দারুণ এক মৌসুম কাটানোয় সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে। সেরা স্ট্রাইকার হয়েছেন রেকর্ড ৩৬ গোল করা ল্যাৎসিওর চিরো ইমোবিলে।
সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রোনালদো-দিবালাদের সতীর্থ ভয়েচেক সেজনি। সেরা তরুণ খেলোয়াড়ও জুভেন্টাসেরই। যদিও ধারে পার্মার হয়ে খেলেছেন সুইডেনের দেয়ান কুলুসেভস্কি। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ইন্টার মিলানের স্তেফান দি ফ্রিজ।