রোনালদোবিহীন জুভেন্টাসের দুর্দশা কাটছে না
দলের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত। সেরা তারকাকে ছাড়া মাঠে নেমে সময়টা ভালো যাচ্ছে না সিরি 'এ'র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। আগের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়া দলটি পরের ম্যাচেও হোঁচট খেয়েছে। ঘরের মাঠেও জয় তুলে নিতে পারেনি সিরি 'এ'র টানা ৯ বারের চ্যাম্পিয়নরা।
রোববারে রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে হেল্লাস ভেরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। ঘরের মাঠে খেলা হলেও জুভেন্টাসই প্রথমে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে গোল করে হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা।
টানা দুই ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়তে হয়েছে আন্দ্রেয়া পিরলোর দলকে। ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে জুভেন্টাস। ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে তারা। ৪ ম্যাচ খেলা এসি মিলান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১১ পয়েন্ট নিয়ে নাপোলি দুই নম্বরে, ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইন্টার মিলান।
জুভেন্টাসের ঘরের মাঠ হলেও শুরুতে দাপট দেখায় ভেরোনাই। ম্যাচের ১৬ মিনিটেই জুভেন্টাসের জালে বল পাঠিয়ে গোল উৎসবে মাতে তারা। যদিও তাদের সেই উৎসব মাটি করে অফ সাইডের বাঁশি বাজান রেফারি।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে সময় গড়িয়েছে। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বল দখলের লড়াইয়ে অবশ্য জুভেন্টাসই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল জুভেন্টাসের দখলে ছিল।
যদিও আসল কাজটি ভেরোনাই আগে করে। ৬০তম মিনিটে মিডফিল্ডার মাত্তিয়ার বুদ্ধিদীপ্ত পাস খুঁজে নেয় আন্দ্রেয়া ফাভিল্লিকে। জোরালো শটে বল জালে জড়ান ইতালিয়ান এই ফরোয়ার্ড।
৭৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো জুভেন্টাস। কিন্তু পাওলো দিবালার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশ্য পরের মিনিটেই স্বস্তি ফেরে জুভেন্টাস শিবিরে। গোল করে দলকে হার থেকে রক্ষা করেন তরুণ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি।