রোববার দেশে ফিরছেন প্রধান কোচ
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে ছুটি নিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ছুটি কাটাতে দেশে ফিরেই আটকা পড়ে যান। করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আসার সুযোগ ছিল না। জাতীয় দলের কোনো কার্যক্রম না থাকায় বাংলাদেশে ফেরার তাড়াও ছিল না তার।
ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন, শ্রীলঙ্কা সফরও নিশ্চিত। এবার রাসেল ডমিঙ্গো ফিরছেন। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর বাংলাদেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। রোববার রাত পৌনে ১২টায় ঢাকায় এসে পৌঁছাবেন ডমিঙ্গো। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন ডমিঙ্গো নিজেই। তার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ট্রেনার নিক ল এবং ফিল্ডিং কোচ রায়ান কুকও।
বাংলাদেশে ফিরে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে বিদেশি এই কোচদের। এরপর তাদের করোনা পরীক্ষা হবে। ফল নেগেটিভ এলে জাতীয় দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন তারা। এরআগে বিসিবির নির্বাচকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে দল চূড়ান্ত করবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
একক অনুশীলনে কাজ করা কয়েকজন সাপোর্টিং স্টাফের শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে একজন ট্রেনার ইতোমধ্যে করোনায় আক্রান্ত। ক্রিকেটারসহ অন্যান্যদের নিরাপত্তার কথা চিন্তা করে একক অনুশীলন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার পর্যন্ত অনুশীলন বন্ধ।
সোমবার থেকে আবারও একক অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরের আগে ২১ সেপ্টেম্বর থেকে দলীয় অনুশীলন শুরু হবে। সেখানেই যোগ দেবেন বিদেশি কোচরা। কয়েকদিন দলীয় অনুশীলন করে প্রাথমিক দলটি নিয়েই শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এরআগে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বরের শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবেন তামিম, মুশফিক, মুমিনুলরা। প্রথম দুটি টেস্ট ক্যান্ডি ও শেষ টেস্ট ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।