লকডাউনে চট্টগ্রামে ভুগতে হয়েছে ইয়াসির রাব্বিকে
লকডাউনে বন্দি অবস্থা। নিজে থেকে অনুশীলন করবেন, সেখানেও ছিল দ্বিধা। কী করছেন, কেমন উন্নতি হচ্ছে, তা দেখার কেউ নেই। একজন কোচ বা মেন্টরকে ছাড়া তাই অনুশীলনে সেভাবে মন বসাতে পারেননি ইয়াসির আলী রাব্বি। লকডাউনের সময়ে তাই ভুগতেই হয়েছে তাকে। অবশ্য সমস্যাটা কেবল ইয়াসিরের একারই নয়। গত কয়েক মাস ধরে এই সমস্যায় ভুগেছেন অনেক তরুণ ক্রিকেটারই।
ঠিক কী কাজ করতে হবে, কোথায় জোর দিতে হবে; এটা জানতে একজন কোচ পাশে থাকা দরকার বলে মনে করেন আকবর, শরিফুলদের মতো তরুণ ক্রিকেটাররা। ইয়াসির আরেকটু পরিণত, কিন্তু তিনিও কোচের অভাব বোধ করেছেন। পাশাপাশি চট্টগ্রামে পেস বোলারদের বিপক্ষেও অনুশীলন করার সুযোগ হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়েছে ইয়াসিরের। গত ২০ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে আসছেন তিনি। দীর্ঘদিন পর মানসম্মত পেসারদের বিপক্ষে ব্যাটিং করতে পেরে স্বস্তির নিশ্বাসই ফেলছেন এই ক্রিকেটার।
শনিবার মিরপুরে অনুশীলন শেষে ইয়াসির বলেন, 'চট্টগ্রামে এতদিন অনুশীলন করেছি কিন্তু একজন মেন্টর ও কোচের অভাব ছিল। এখানে এসে ব্যাটিং করে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, কোচের সাথে কথা বলে। আমি কী কী জিনিস নিয়ে কাজ করতে চাই, ওসব নিয়ে কথা বলেছি। অল্প কিছু কাজও করেছি।'
'চট্টগ্রামে সমস্যা হয়েছিল আমার। কোনো পেস বোলার ছিল না। এখানে এসে অনেক ভালো ভালো পেসারের মুখোমুখি হয়েছি অনেকদিন পর। একটু অন্য রকম লাগছিল কিন্তু যতো সময় যাচ্ছিল ব্যাটিংও আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। খুব ভালো প্র্যাকটিস সেশন হয়েছে আমাদের।'
জৈব সুরক্ষা বলয়ে থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন করেছে জাতীয় দল। নতুন এই অভিজ্ঞতা খারাপ লাগেনি ইয়াসিরের, 'বায়ো বাবলের (জৈব সুরক্ষা বলয়) মধ্যে আমরা ক্যাম্পটা করছি, একটা নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা খারাপ না। সত্যি বলতে একটু আতঙ্কিত যে বাইরে গেলে কী হবে, আক্রান্ত হয়ে যাব কিনা। এটা আমাদের মন থেকে দূরে থাকছে যে বায়ো বাবলের মধ্যে ঢুকলে আমরা নিরাপদ থাকব। এই চিন্তা মাথায় রেখেই সুন্দরভাবে অনুশীলন করে যাচ্ছি।'
আগেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন। নতুন পরিবেশে অনুশীলন করে মজাই পাচ্ছেন তিনি, 'আগেও আমি জাতীয় দলের ক্যাম্প করেছি কিন্তু এই ক্যাম্পটা পুরোটাই আলাদা। কারণ এমন সুযোগ সুবিধা ও নতুন পরিবেশে ক্যাম্প হয়নি আগে। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগছে। কয়দিন সবার সাথে অনুশীলন করে ভালো লেগেছে।'