লাথি খেয়ে জ্ঞান হারাল রেফারি, হত্যাচেষ্টার মামলায় আটক ব্রাজিলীয় ফুটবলার
খেলার মাঠে রেফারির মাথায় লাথি মেরে অজ্ঞান করে ফেলায়, ব্রাজিলের এক ফুটবলারের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।
সোমবার ব্রাজিলের সাউদার্ন রিও গ্রান্দে দো সুল রাজ্যের ভেনান্সিও আয়ারস শহরে এক ফুটবল ম্যাচ চলাকালীন, ক্ষিপ্ত হয়ে রেফারির মাথায় লাথি মেরে বসেন উইলিয়াম রিবেইরো নামের ওই ফুটবলার। আহত রেফারির নাম রদ্রিগো ক্রিভেলারো।
স্পোর্ট ক্লাব সাও পাওলো এবং গুয়ারানি-আরএস এর মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। রেফারিকে গুরুতর আহত করার পর রিবেইরোকে গ্রেপ্তার করে পুলিশ।
ভেনান্সিও আয়ারসের পুলিশের প্রধান, ভিনিসিয়াস ডি লুরেন্সো উইলিয়াম রিবেইরোকে প্রিভেনটিভ ডিটেনশনে নিয়ে যান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গেল মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়েছেন এই ফুটবলার।
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিভেলারোকে আক্রমণ করেন রিবেইরো। অচেতন অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় এক রেডিও স্টেশনকে ক্রিভেলারো বলেন, "আমার মনে নেই ঠিক কী হয়েছিল। আমার সহকর্মীরা বলেছেন, আমি নাকি তাকে হলুদ কার্ড দেখিয়েছিলাম। এরপর সে আমার মুখে ঘুষি মারে, আমি মাটিতে পড়ে যাই। তারপর মাথায় লাথি মারলে আমি অচেতন হয়ে যাই। এই ফুটবলারের আসলে চিকিৎসা প্রয়োজন। কারণ সে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। তাকে আরও অনেকদিন আটক করে রাখা উচিত।"
আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব সাও পাওলো জানিয়েছে, "এই খেলোয়াড়ের সাথে আমাদের সকল চুক্তি শেষ হয়েছে। এছাড়া, সব ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।"
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনো আইনজীবী রিবেইরোর পক্ষে দাঁড়াননি। এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ব্রাজিলীয় মিডিয়া আউটলেটগুলোতে এখনও কোনো মন্তব্য করেননি রিবেইরো।
- সূত্র: সিএনএন