শান্ত মাথায় শান্তর অসাধারণ সেঞ্চুরি
তাকে ভাবা হয় বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক। বলা হয়, বিসিবির সবচেয়ে বেশি বিনিয়োগ করা ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। সেই নাজমুল হোসেন শান্ত জাতীয় দলে পা রেখে নিজেকে হারিয়ে বসেছিলেন। তিন ফরম্যাটে অভিষেক হয়ে গেলেও বলার মতো কিছুই করতে পারছিলেন না শান্ত। তিন ফরম্যাট মিলিয়ে ১৭ ম্যাচে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৭১ রানের, হাফ সেঞ্চুরি এই একটিই।
সর্বশেষ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিজের ছায়া হয়ে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট শান্তর ওপর থেকে ভরসা হারায়নি। সেটার ফলই যেন মিলতে শুরু করলো। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি।
৬ টেস্টের ১১ ইনিংসে ব্যাটিং করে মাত্র ২৪১ রান করেছিলেন শান্ত। এর মধ্যে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে, জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে তার রানক্ষুধা বাড়তেই থাকলো। তাই ইনিংসটি আর হাফ সেঞ্চুরিতে রাখলেন না শান্ত, নিয়ে গেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ২০১৯ সালের পর এই প্রথম দেশের বাইরে সেঞ্চুরি পেলেন কোনো বাংলাদেশি ব্যাটসম্যান।
২৩৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। সেঞ্চুরি করার পথেই নিজের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে লম্বা ইনিংস খেলে ফেলেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান। এরআগে টেস্টে সর্বোচ্চ ১৩৯ বল মোকাবিলা করার অভিজ্ঞতা ছিল শান্তর। এবারের মতো ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করার দিনও ধীর-স্থির মেজাজে ব্যাট চালিয়েছিলেন তিনি।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি শান্ত। লঙ্কান বোলারদের সামনে শুরুতে তাকে অগোছালো দেখাচ্ছিল। ব্যাটে-বলে সংযোগ করতে, রান নিতে সংগ্রামই করতে হচ্ছিল তরুণ এই ব্যাটসম্যানকে। কিন্তু যতোটা সময় গড়িয়েছে, ততো সাবলীল হয়ে উঠেছেন শান্ত।
শুরুতেই দলের উইকেট হারানোর চাপ সামলাতে উইকেটে যেতে হয় তাকে। শুরুর ধাক্কা সামলে তামিম ইকবালের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ে তোলেন শান্ত। যা শেষ ১২ বছরে বিদেশের মাটিতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি। তামিম ৯০ রান করে ফিরলেও দিক হারাননি শান্ত, অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে বাধেন জুটি।
তামিমের সঙ্গে জুটি বেধে হাফ সেঞ্চুরি পূর্ণ করা শান্ত সেঞ্চুরিতে পৌঁছান মুমিনুলের সঙ্গে ব্যাটিং করে। শান্ত-মুমিনুল জুটি থেকে ইতোমধ্যে ১০০ রান পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি পূর্ণ করেও সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যান ১০২ রানে এবং মুমিনুল ৪৬ রানে ব্যাটিং করছেন। ৭৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান।