শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। শিরোপার লড়াইয়ে টস জিতেছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে আগে ব্যাটিং দিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হয়েছে।
গ্রুপ পর্বে চট্টগ্রামের বিপক্ষে সুখস্মৃতি নেই মাহমুদউল্লাহ-মাশরাফিদের দলের। গ্রুপ পর্বে চট্টগ্রামের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে খুলনা। যদিও প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়েই ফাইনালের টিকেট কাটে খুলনা।
ফাইনালে দলের অন্যতম সেরা অস্ত্র সাকিব আল হাসানকে পাচ্ছে না তারা। শশুর অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার শহিদুল ইসলাম।
খুলনা একাদশ: জহুরুল ইসলাম অমি, জাকির হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, শুভাগত হোম, শামীম পাটোয়ারি, মাশরাফি বিন মুর্তজা, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শাহিদুল ইসলাম।
চট্টগ্রাম একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামসুর রহমান শুভ, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।