শুভ জন্মদিন ডন ব্র্যাডম্যান: পাঁচটি অভেদ্য রেকর্ড যা প্রমাণ করে তিনিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার
অভিষেক টেস্টে করেছিলেন ১৮ ও ১ রান। আর বিদায়ী ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানেই।
কিন্তু এই দুইয়ের মাঝে স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান যা যা করেছেন, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে ক্রিকেট বিশ্ব। তর্কাতীতভাবেই ব্র্যাডম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এবং তার ৯৯.৯৪ রানের অবিশ্বাস্য ব্যাটিং গড় যেকোনো ক্রীড়াবিদের জন্যই অসামান্য এক অর্জন।
আজ এই কিংবদন্তির ১১৩ তম জন্মদিনে আসুন আমরা চোখ বুলিয়ে নেই তার অভেদ্য কিছু ব্যাটিং রেকর্ডে-
#টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় (৯৯.৯৪)
টেস্টে গড় ১০০'র উপরে রাখতে ব্র্যাডম্যানের শেষ ইনিংসে দরকার ছিল মাত্র চার রান। কিন্তু এই কিংবদন্তি তার সর্বশেষ ইনিংসে কোন রানই যোগ করতে পারেননি। যে কারণে ১০০'র খুব কাছে এসে চিরকালের জন্য থেমে যায় তার ব্যাটিং গড়।
৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে মোট ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। টেস্টে অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে এই গড় সর্বোচ্চ।
দ্বিতীয় সর্বোচ্চ স্টিভেন স্মিথের। ব্র্যাডম্যানের উত্তরসূরি এই অজি ব্যাটসম্যানের টেস্ট গড় ৬১.৮। স্মিথের তুলনায় ব্র্যাডম্যানের গড় দেড় গুণের চেয়েও বেশি। কেন ব্র্যাডম্যানের ব্যাটিং গড়কে অভেদ্য ধরে নেওয়া হয়, সেটি নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
#সর্বোচ্চ রূপান্তর হার- অর্ধশতক থেকে শতক (৬৯.০৫%)
স্যার ডন ব্র্যাডম্যানের অর্ধশতককে শতকে রূপান্তরের হারও অবিশ্বাস্য। ক্যারিয়ারে মোট ৪২ বার পঞ্চাশের ঘর পেরিয়েছেন এই অজি কিংবদন্তি, যার মধ্যে ২৯ বারই শতক হাঁকিয়েছেন তিনি।
টেস্টে অন্তত পাঁচ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রূপান্তর হার বিরাট কোহলির, ৫১.৯২%। ভারতীয় অধিনায়কের নামের সঙ্গে ২৭টি শতক এবং ২৫ টি অর্ধশতক রয়েছে।
#দলীয় রানে সর্বোচ্চ অবদান (২৪.৯৭%)
তার সময়ে অস্ট্রেলিয়ার মোট রানের প্রায় এক-চতুর্থাংশ একাই করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। অন্তত ২০ ম্যাচের কোন ক্যারিয়ারে ব্র্যাডম্যানের ২৪.৯৭ শতাংশ রানের রেকর্ড সহজেই সর্বোচ্চ।
এই তালিকার পরবর্তী নাম জর্জ হেডলি। ক্যারিবিয়ান কিংবদন্তি তার ২২ টেস্টের ক্যারিয়ারে দলের মোট রানে ২১.৬১ শতাংশ অবদান রেখেছিলেন। ১৮.৭৬ শতাংশ রান করে হেডলির স্বদেশী ব্রায়ান লারাও রয়েছে এই তালিকায়।
#পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বাধিক রান (৯৭৪)
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ডও ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের অ্যাশেজে ব্র্যাডম্যান সাত ইনিংসে ব্যাট করে ১৩৯.১৪ গড়ে মোট ৯৭৪ রান তুলেছিলেন। চারবার শতক হাঁকানোর পাশাপাশি ক্যারিয়ার সেরা ৩৩৪ রানের ইনিংসটিও এই সিরিজেই খেলেছিলেন ব্র্যাডম্যান।
#একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক টেস্ট রান (৫০২৮)
স্যার ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে মোট ৫০২৮ রান করেছিলেন, যা কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। ব্র্যাডম্যান তার ৫২ টেস্টের ক্যারিয়ারে ৩৭টি ম্যাচই খেলেছেন চির-প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। এই ৩৭ টেস্টে ১৯টি শতক এবং ১২ টি অর্ধশতকের সাহায্যে মোট ৫০২৮ রান তুলেছেন তিনি।
টেস্টে একক প্রতিপক্ষের বিরুদ্ধে এখনো কেউ চার হাজার রানই তুলতে পারেনি। এই তালিয়ায় দুইয়ে আছেন ইংল্যান্ড কিংবদন্তি স্যার জ্যাক হবস, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৩৬৩৬ রান করেছিলেন।