শেষ আটে ব্রাজিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় জার্মানির
জিতলেই শেষ আটের টিকেট মিলবে, এমন ম্যাচে প্রতিপক্ষ সৌদি আরব। দুশ্চিন্তা ছিল না ব্রাজিল শিবিরে। যদিও প্রথমার্ধে ছেড়ে কথা বলেনি সৌদি আরব। কিন্তু দ্বিতীয়ার্ধে সেলেসাওদের আক্রমণের সামনে তাদের রক্ষণ দেয়াল যথেষ্ট হয়নি। দারুণ এক জয়ে টোকিও অলিম্পিকের পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।
'ডি' গ্রুপের ম্যাচে সাইতামা স্টেডিয়ামে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়নরা। চুনহা মাথেউসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। সৌদি আরব সমতায় ফেরে আব্দুল্লোহ আলামরির গোলে। দ্বিতীয়ার্ধে সব আলো কেড়ে নেওয়া রিশার্লিসন জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন।
ব্রাজিল শেষ আটে উঠে গেলেও এই গ্রুপের আরেক ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে জার্মানির। শেষ আটের টিকেট কাটতে জিততেই হতো জার্মানিকে। কিন্তু রিও অলিম্পিকের রানার্স আপরা আইভরি কোস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষ দল দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল। জার্মানিকে রুখে দেওয়া আইভরি কোস্ট ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠেছে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে জার্মানি। কোনো ম্যাচে জয় না পাওয়া সৌদি আরব পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে টোকিও অলিম্পিকের মিশন শেষ করলো।
ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ক্লাওদিনিয়োর কর্নারে শটে হেড দিয়ে সৌদি আরবের জালে বল পাঠান মাথেউস। ২৭তম মিনিটে সমতায় ফেরে সৌদি আরব। আলফারাজ সালমানের ফ্রি কিকে হেড করে গোল আদায় করে নেন আলামরি।
৭৬তম মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাজিল। দারুণ এক হেডে দলকে ২-১ ব্যবধানের লিড এনে দেন রিশার্লিসন। ৮৯তম মিনিটে জালে বল পাঠিয়েও অফ সাইডের কারণে গোল পাননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে রেইনারের বাড়ানো বল খুব কাছ থেকে পেয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রিশার্লিসন।