সব সমালোচনার জন্য প্রস্তুত তামিম
মাঠের পারফরম্যান্সে প্রশংসিত হন ক্রিকেটাররা। ব্যর্থতায় সামলাতে হয় সমালোচনার ঝড়ও। কেউ সমালোচনা সামলে সামনে পাড়ান, আবার কেউ সমালোচনা গায়ে মাখিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশ দলে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেটারের তালিকা করলে সেখানে অবধারিতভাবেই নাম থাকবে তামিম ইকবালের।
অভিজ্ঞ এই ওপেনারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা সব সময়ের। প্রায় প্রতি ম্যাচ শেষেই স্ট্রাইট রেট নিয়ে সমালোচনার ঝাল হজম করতে হয় তামিমকে। বাংলাদেশ ওপেনারকে নিয়ে নতুন সমালোচনার উপকরণ অধিনায়কত্ব। বাংলাদেশ দায়িত্ব পালনের আগেই অধিনায়ক তামিমের কার্যকারিতা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে।
সমালোচনায় তামিমকে ছোঁয়। একটু পেছনে তাকালেই তার প্রমাণ মিলবে। গত বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তামিমকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তার ভেরিফাইড ফেসবুক পেজে ঝাঁপিয়ে পড়েন ক্রিকেট ভক্তরা। এই সমালোচনা হজম করতে পারেননি তামিম। বন্ধ করে দেন ফেসবুক পেজ।
তামিম এখন অধিনায়ক। এবার সমালোচনায় আবেগতাড়িত হলে এর প্রভাব পড়তে পারে দলেও। নতুন অধ্যায়ে কেমন রূপে দেখা যাবে তামিমকে? প্রথম ওয়ানডের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জানালেন, সব ধরনের সমালোচনা শুনতে প্রস্তুত আছেন তিনি। প্রস্তুত প্রশংসা শুনতেও।
তামিম বলেন, 'যতো সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটার শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কি। কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন, তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে।'
'সমালোচনা আসবে, প্রতিক্রিয়াও আসবে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা। কাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস বা এক বছর পর আমি কীভাবে রিয়েক্ট করি, সেটাও দেখার বিষয়। এমনও হতে পারে যে দল খুব ভালো খেলছে কিন্তু আমি উপভোগ করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি। আমি সমালোচনার জন্য প্রস্তুত, প্রশংসার জন্যও। কারণ আমি রোমাঞ্চিত।' যোগ করেন তামিম।
সমালোচনার জন্য প্রস্তুত থাকার কথা বললেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করতেই তামিম যেন মেজাজ হারালেন। বাঁহাতি ওপেনার বলেন, 'প্রতিটা সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কী করি আমি তা বলব না। সবচেয়ে ভালো হবে যদি পরিসংখ্যান ঘেটে দেখেন। একই প্রশ্নের উত্তর দিতে আমি খুব বেশি উপভোগ করি না। এটার উত্তর আমি অনেকবার দিয়েছি। পরিসংখ্যান দেখলে আমার কী অবস্থা, এতদিন ধরে কী করেছি, উত্তর পেয়ে যাবেন।'