সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন ছিল। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিবাদ জানান ক্রিকেট সাংবাদিকরা।
'সাংবাদিকতা কোনো অপরাধ নয়' লেখা ব্যানার নিয়ে স্টেডিয়ামে জড়ো হন সাংবাদিকরা। রোজিনার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার মুক্তির দাবি জানান তারা।
এরআগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে অ্যাথলেটিকস ট্র্যাকে বসে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।
আগামী মাসে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে টেলিভিশন চ্যানেলের বুম ও ক্যামেরা সামনে রেখে প্রতিবাদ জানান সাংবাদিকেরা।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনাকে একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। তার ফোন কেড়ে নেওয়া হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের বদলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। রাতভর থানায় আটকে রেখে সকালে তাকে আদালতে নেওয়া হয়। আজ আদালত রোজিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।