সাকিবকে পেছনে ফেলে শীর্ষে নবী
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে গত সপ্তাহে সাকিব আল হাসানকে ছুঁয়েছিলেন মোহাম্মদ নবী। তবে সমান রেটিং পয়েন্ট হওয়ায় দুজনই শীর্ষে ছিলেন। বাংলাদেশের সর্বশেষ দুটি ম্যাচে খেলেননি সাকিব। কিন্ত আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন নবী।
সেটার প্রভাব পড়লো র্যাঙ্কিংয়ে। সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন নবী। গত সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় করা র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
হ্যামস্ট্রিং চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব। র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে বাংলাদেশ অলরাউন্ডারের ১১ রেটিং পয়েন্ট কমেছে। গত সপ্তাহে তার পয়েন্ট ছিল ২৭১, সেটা কমে ২৬০ হয়েছে। শীর্ষস্থান দখল করা আফগান অলরাউন্ডারের বর্তমান রেটিং পয়েন্ট ২৬৫, তিনিও হারিয়েছেন ৬ পয়েন্ট।
অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের। তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে আছেন ম্যাক্সওয়েল, পাঁচ ধাপ এগিয়ে ৯ নম্বরে আছেন মার্শ। আগে থেকেই তিন নম্বর জায়গা দখলে রেখেছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৩৯। দুই নম্বরে থাকা দাভিদ মালানের রেটিং পয়েন্ট ৮০০। তিন নম্বরে থাকা এইডেন মার্করামের পয়েন্ট ৭৯৬।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা। ৭৮৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার চায়না ম্যান বোলার তাবরাইজ শামসি। ৭২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।