উইকেটের দেখা নেই
বোলিং করে যাচ্ছেন বাংলাদেশের বোলাররা, কিন্তু উইকেটের দেখা মিলছে না। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক দারুণ ব্যাটিং করে যাচ্ছেন। ইনিংস উদ্বোধন করতে নেমে ৫৬ ওভারে ইতোমধ্যে ১৪৪ রানের জুটি গড়েছেন তারা। আবিদ ৯২ ও শফিক ৫২ রানে ব্যাটিং করছেন।
সাবধানী শুরুর পর পাকিস্তানি ওপেনারদের দারুণ ব্যাটিং
৩৩০ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। জবাবে সাবধানী শুরুর পর দারুণ ব্যাটিং করে চলছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। ইতোমধ্যে ৭৯ রানের জুটি গড়েছেন তারা। ২৯ ওভারে এই রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। আবিদ ৫২ ও শফিক ২৭ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুললেও তাদের শুরুটা ছিল অতি সাবধানী। প্রথম ৫ ওভার থেকে মাত্র ৭ রান তোলেন আবিদ-শফিক। এবাদত হোসেনের করা ইনিংসের ষষ্ঠ ওভার থেকে ৮ রান নেওয়ার পর রান বাড়িয়ে নিতে থাকেন তারা। বাংলাদেশের কোনো বোলারই এখন পর্যন্ত সম্ভাবনা তৈরি করতে পারেননি।