সিডনিতে ভারতের রোমাঞ্চ ছড়ানো ড্র
সামনে ছিল ৪০৭ রানের বিশাল লক্ষ্য। এই রান পাড়ি দিয়ে জয় তুলে নিতে রেকর্ড গড়তে হতো ভারতকে। দীর্ঘ এই পথ পাড়ি দিতে নেমে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য ফুটিয়ে তুললো সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে অবিচলতার প্রমাণই দিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। তাতে করে রোমাঞ্চকর এক ড্র নিয়ে মাঠ ছাড়লো অজিঙ্কা রাহানের দল।
ব্যাটে-বলে দারুণ লড়াইয়ের পর অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৮ রান তোলে। জবাবে ভারত ২৪৪ রানে থামলে প্রথম ইনিংসেই ৯৪ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪০৭ রান। বিশাল এই লক্ষ্য পাড়ি দিতে নেমে ২ উইকেটে ৯৮ রান তুলে চুতর্থ দিনের খেলা শেষ করে ভারত। পঞ্চম দিনে কঠিন পথই পাড়ি দেওয়ার ছিল তাদের। ব্যাটসম্যানদের দারুণ দৃঢ়তায় সেই পথ পাড়ি দিয়ে দারুণ এক ড্র নিয়ে মাঠ ছাড়লো সফরকারীরা।
ধৈর্য্যর প্রশ্নে দুটি নাম বিশেষভাবে বলতে হবে, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। এই দুই ব্যাটসম্যানের অবিচল লড়াইয়ের কারণেই মূলত ম্যাচটি বাঁচাতে পেরেছে ভারত। প্রায় ৪ ঘণ্টা ব্যাটিং করা বিহারী ১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। অশ্বিন ১২৮ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস খেলেন। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে।
পঞ্চম দিনের শুরুটা ভালো ছিল না ভারতের। শুরুতেই অধিনায়ক অজিঙ্কা রাহানের বিদায়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। এখান থেকে দলকে টেনেছেন টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত।
চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এ সময়ে পূজারা অতি সাবধানী ব্যাটিং করে গেলেও পন্ত ঘুরিয়ে গেছেন রানচাকা। ১১৮ বলে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন পন্ত। পূজারা ২০৫ বলে ৭৭ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন।