সিরি আ’র মৌসুম সেরা লুকাকু, সেরা ফরোয়ার্ড রোনালদো
১১ বছর পর এবার সিরি আর শিরোপা জিতেছে ইন্টার মিলান। দলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের মিশনে মৌসুমজুড়ে দারুণ খেলেছেন রোমেলু লুকাকু। সেটার স্বীকৃতি পেলেন বেলজিক এই স্ট্রাইকার। সিরি আর এবারের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তিনি।
ইন্টারের শিরোপা জয়ের পথে গোল করা এবং গোল করানোয় অনবদ্য ছিলেন লুকাকু। লিগের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন তারকা এই স্ট্রাইকার। সেটারই পুরস্কার মৌসুম সেরার স্বীকৃতি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সেরাদের নাম ঘোষণা করেছে সিরি আ কর্তৃপক্ষ।
মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড এবার ২৯টি গোল করেছেন, যা সিরি আর সর্বোচ্চ। ২৪ গোল নিয়ে দুই নম্বরে এবং ২১ গোল করা আতালান্তার কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েল তিন নম্বরে থেকে লিগ শেষ করেন।
সেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন লুকাকুর ইন্টার সতীর্থ নিকোলো বারেল্লা। সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফিওরেন্তিনার সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ।
সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন আতালান্তার আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। জুভেন্টাস থেকে ধারে আতালান্তার হয়ে খেলেছেন তিনি। ১৪ ম্যাচ দলের জাল অক্ষত রাখা এসি মিলানের জানলুইজি দোন্নারুম্মা জিতেছেন সেরা সেরা গোলরক্ষকের পুরস্কার।