সেঞ্চুরিতে এক হাজারি ক্লাবে লিটন
যে রাস্তায় হাঁটার কথা ছিল, সেই রাস্তাটা যেন পেয়ে গেছেন লিটন দাস। ব্যাট হাতে রানের ফুলঝুরি সাজিয়ে চলেছেন বাংলাদেশের ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার নামা ১২৬ রানের ইনিংস খেলা লিটন তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে শাসন করলেন। জিম্বাবুয়ের বোলারদের বল মোয়া বানিয়ে এবার আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ। তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন নেমে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন লিটন। ১১৪ বলে ১৩টি চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। ১৪৩ বলে ১৭৬ রান করে থেমেছেন লিটন। দারুণ এই ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা।
ওয়ানডেতে এটি লিটনের তৃতীয় সেঞ্চুরি। ১৭ ইনিংস পর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ডানহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় সেঞ্চুরির জন্যও ১৫ ইনিংস অপেক্ষা করতে হয় তাকে। কিন্তু তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে মাঝে মাত্র একটি ইনিংস নিলেন দারুণ সম্ভাবনাময় এই ব্যাটসম্যান।
সেঞ্চুরি গড়ার পথে একটি মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন লিটন। বাংলাদেশের ২২তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেত ১ হাজার রান পূর্ণ হয়েছে তার।