হঠাৎ ছন্দপতনে বিপদে ইংল্যান্ড
দ্বিতীয় ইনিংসের শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার রোরি বার্নস ও ডম সিবলে উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন। পরের আরও তিনজন ব্যাটসম্যান রানের দেখা পেয়েছেন। তবু অস্বস্তিতে থেকে চুতর্থ দিনের খেলা শেষ করতে হয়েছে ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান তুলেছে ইংল্যান্ড। কিন্তু উইকেট হারাতে হয়েছে ৮টি।
ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৭০ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড। তবে এই রান বড় করার মতো ব্যাটসম্যান অবশিষ্ট নেই। বাকি তিনজনই বোলার। জফরা আর্চার ৫ ও মার্ক উড ১ রানে অপরাজিত আছেন। এর বাইরে আছেন জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটনের রোজ বলে এই তিন ব্যাটসম্যানকে নিয়েই পঞ্চম দিনে লড়তে হবে ইংলিশদের।
মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়েই বিপদ বেড়েছে ইংল্যান্ডের। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ও গ্যাব্রিয়েল শ্যাননের বোলিং তোপে ২০৪ রানেই অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৩১৮ রান তুলে প্রথম ইনিংসেই ১১৪ রানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তাই ২৮৪ রান তুলেও রানের ব্যবধান বড় করতে পারেনি বেন স্টোকসের দল।
পঞ্চম দিনের শুরুতেই ইংল্যান্ডের বাকি তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিতে পারলে ছোট লক্ষ্যই দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজের সামনে। যদিও চতুর্থ ইনিংসে ১৮০ বা ২০০ রানের সীমানা পার করাই অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। এ ক্ষেত্রে পঞ্চম দিনটা হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন জ্যাক ক্রাউলি। ১৬৪ বলে ৫০ রান করেন ওপেনার ডম সিবলে। আরেক ওপেনার রোরি বার্নসের ব্যাট থেকে আসে ৪২ রান। জো ডেনলিকে সাবলীল মনে হলেও ডানহাতি এই ইংলিশ ব্যাটসম্যান ইনিংস বড় করতে পারেননি। ২৯ রান করে থামেন তিনি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ৪৩ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৬ রান। এরপর অলি পোপ, জস বাটলার, ডম বেসসরা দ্রুত আউট হওয়ায় ইংল্যান্ডের ইনিংসে বড় ছন্দপতনই হয়।
২৪৯ রানে চতুর্থ উইকেট হারানো ইংল্যান্ড পরের ৩০ রানে ৪টি উইকেট হারায়। গ্যাব্রিয়েল, হোল্ডার, জোসেফরা মিলে মুহূর্তেই ইংল্যান্ডকে চেপে ধরেন। গ্যাব্রিয়েল ৩টি এবং রস্টন চেস ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পেয়েছেন। ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিন শেষে
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৪
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩১৮
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১০৪ ওভারে ২৮৪/৮ (বার্নস ৪২, সিবলে ৫০, ডেনলি ২৯, ক্রাউলি ৭৬, স্টোকস ৪৬, আর্চার ৫*, উড ১*; গ্যাব্রিয়েল ৩/৬২, হোল্ডার ১/৪৩, চেজ ২/৭১, জোসেফ ২/৪০)।