হাসপাতালে পর্যবেক্ষণে আছেন রাব্বি
মাথায় বলের আঘাতে মাঠ ছাড়া ইয়াসির আলী রাব্বি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যানের মাথায় স্ক্যান করানো হয়েছে।
এরপর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যানে তেমন সমস্যা ধরা পড়েনি। রাব্বির অবস্থা স্থিতিশীল আছে। তবে আগামী ২৪ ঘণ্টা হাসাপাতালেই পর্যবেক্ষণে থাকবেন রাব্বি।
দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল হেলমেটে লাগলে আহত হয়ে মাঠ ছাড়েন রাব্বি। ঘটনার পরপরই মাথায় স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি, বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন বাংলাদেশের ফিজিও, বোঝার চেষ্টা করেন রাব্বির অবস্থা। শশ্রুষা শেষে কিছুক্ষণ পর আবার ব্যাটিং শুরু করেন রাব্বি।
পরের ওভারে ৩ বল খেলে ২ রান নেন রাব্বি। এরপরই অস্বস্তি বাড়ে তার। যে কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এই ওভার শেষে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের এটা তৃতীয় কনকাশন সাবের ঘটনা। এক ম্যাচেই দুবার কনকাশন সাব নিতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে লিটন দাসের জায়গায় মেহেদী হাসান মিরাজ ও নাঈমের জায়গায় নেমেছিলেন তাইজুল ইসলাম। এ ছাড়া ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন মাথায় আঘাত পাওয়ায় তার বদলি হিসেবে নেমেছিলেন তাসকিন আহমেদ।