১০ হাজার কেজি খাবার নিয়ে দুস্থদের পাশে বার্সেলোনা-কর্মী
করোনাভাইরাসের থাবায় বন্দি পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে জনজীবন বিপর্যস্ত। নিম্ন আয়ের মানুষদের নাভিশ্বাস অবস্থা। তিন বেলা খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে অনেক পরিবার। এমন দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসছেন অনেকেই। অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন বার্সেলোনার ব্রাজিলভিত্তিক স্কাউট চিপ আন্দে কারি।
দুস্থ মানুষদের সাহায্যে ১০ হাজার কেজি (১০ টন) খাবার দিয়েছেন তিনি। আন্দ্রে কারি স্প্যানিশ জায়ান্টদের হয়ে স্কাউটিংয়ের কাজ করেন। ব্রাজিল থেকে ভবিষ্যতের রোনালদিনহো, দানি আলভেজ, নেইমারদের তুলে আনাই তার কাজ।
বর্তমানে ফুটবলের কোনো কার্যক্রম নেই। তাই স্কাউটিংয়েরও সুযোগ নেই কারির। এই সময়টায় দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন কারি।
ব্রাজিলের সঙ্গীতশিল্পী বেল মার্কেসের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বার্সেলোনার এই কর্মকর্তা। ওই অনুষ্ঠানেই ১০ হাজার কেজি খাবার দান করার ঘোষণা দেন তিনি। সাও পাওলো ও বাহিয়ায় দুস্থ মানুষদের সাহায্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মার্কেস।
কারির ১০ হাজার কেজি খাবার দেওয়ার প্রসঙ্গে ব্রাজিলের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেন, 'আমার বন্ধু আন্দ্রে কারিকে অনেকদিন ধরেই আমি চিনি। সে এসেছে এবং ১০ টন খাবার নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ধন্যবাদ, বন্ধু।'
করোনাভাইরাসের বিরুদ্ধে বেশ আগে থেকেই লড়ে আসছেন কারি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে লম্বা সময় ঘরবন্দি থাকতে হয় তাকে। করোনাযুদ্ধে জয়ী হয়ে এবার অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।