১৩ বছর বয়সেই বিশ্ব মাতানো কীর্তি নিশিয়ার
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। যেখানে অংশ নিয়ে থাকেন বিশ্বসেরা অ্যাথলেটরা। আগে থেকেই বিশ্ব ক্রীড়ায় শক্ত অবস্থান তৈরি করা অ্যাথলেটরা এই আসরে পদক জেতার লড়াইয়ে নাম লেখান। তাদেরকে টক্কর দিতে যদি নাম লেখান ১৩ বছর বয়সী কেউ? কেবল নাম লেখানোই নয়, স্বর্ণ জিতে হইচই ফেলে দিয়েছেন জাপানের মোমিজি নিশিয়া।
মাত্র ১৩ বছর বয়সে টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন এই কিশোরী। স্কেটবোর্ডিংয়ে তার হাত ধরে ইতিহাস লেখা হলো। এবারই প্রথম অলিম্পিকে যুক্ত হয়েছে এই খেলাটি। আর প্রথম আসরেই সবাইকে তাক লাগিয়ে সেরার মুকুট জিতলেন নিশিয়া। এই ইভেন্টে অলিম্পিকের রেকর্ড বইয়ে প্রথম স্বর্ণজয়ী হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকলো জাপানী এই কিশোরীর নাম।
সোমবার আরিয়াক পার্কে অনুষ্ঠিত এই ইভেন্টে কম বয়সীরাই দাপট দেখিয়েছেন। স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে স্বর্ণ জেতেন নিশিয়া। ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জেতেন রাইসা লিলে। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর! ব্রোঞ্জজয়ী জাপানের ফুনা নাকাইয়ামার বয়সও খুব বেশি নয়, তার বয়স ১৬ বছর।
দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া নিশিয়া অলিম্পিকে জাপানের ইতিহাসের সবচেয়ে কম বয়সী হিসেবে স্বর্ণ জিতলেন। অলিম্পিক ইতিহাসেও সবচেয়ে কম বয়সী স্বর্ণজয়ীর তালিকায় উঠে গেছে তার নাম।
সর্বকনিষ্ঠ হিসেবে অলিম্পিকে স্বর্ণ পদক জেতার তালিকায় মোমিজি তিন নম্বরে। ১৩ বছর ৩৩০ দিন বয়সে স্বর্ণ জিতেছেন তিনি। সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে স্বর্ণ জয়ের রেকর্ড মারজোরি জেসস্ট্রিংয়ের দখলে।
১৯৩৬ বার্লিন অলিম্পিকে স্প্রিংবোর্ড ডাইভিংয়ে ১৩ বছর ২৬৮ দিনে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের প্রয়াত এই অ্যাথলেট। দুই নম্বরে থাকা জার্মান রোয়িং কক্স ১৯৬০ সালে রোমে অনুষ্ঠিত অলিম্পিকে ১৩ বছর ২৮৩ দিনে স্বর্ণ জেতেন।