৭৬টি ক্লাবের পাশে বিসিবি
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ঢাকার ৭৬টি ক্রিকেট ক্লাবের পাশে দাঁড়ালো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ৭৬টি ক্লাবের কর্মচারীদের (অফিস স্টাফ, টিম বয়, মাসাজম্যানসহ অন্যান্য কর্মচারী) খাদ্য সহায়তা দিচ্ছে বিসিবি।
প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগের ২০টি ক্লাব, দ্বিতীয় বিভাগের ২০টি ক্লাব ও তৃতীয় বিভাগের ২৪টি ক্লাব; মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের কর্মচারীদের খাদ্য সহায়তা দিচ্ছে বিসিবি। প্রতিটি ক্লাবকে ৩০টি করে খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে। প্যাকেটে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জ্বি, আজ থেকে আমরা শুরু করলাম। ৭৬টি ক্লাবকে আমরা ৩০টি করে উপহার সামগ্রীর প্যাকেট দিচ্ছি। প্যাকেটে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী আছে। ক্লাবগুলো প্রয়োজন বুঝে তাদের কর্মচারীর মধ্যে এসব বিতরণ করবে।'
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে তিন হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেয় বিসিবি। এরপর মাঠকর্মী ও স্টাফদের আর্থিক সহায়তা দেয় সংস্থাটি। এ ছাড়া বিসিবি এবং কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।
করোনাভাইরাস মোকাবিলায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বিসিবি। প্রয়োজন হলে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছেড়ে দিতে প্রস্তুতি বিসিবি। শুরুর দিকেই এমন ঘোষণা দিয়ে রেখেছে তারা।