‘আগের সূচি অনুযায়ীই আছে এশিয়া কাপ’
ভারতকে ছাড়া এশিয়া কাপ হবে না, এটা অতি স্বাভাবিক ব্যাপার। তাই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে এশিয়া কাপ আবারও স্থগিত হতে পারে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি এহসান মানি। কারণ আগামী জুনে একই সময়ে এশিয়া কাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা।
একদিন আগেই এহসান মানি বলেছেন, 'গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়ে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে। তারিখগুলো সাংঘর্ষিক। আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে আগামী ৪ মার্চ শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট শেষে। ভারত এই ম্যাচে জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে বিরাট কোহলির দল। ড্র করলেও তারা ফাইনালে উঠবে। তবে ইংল্যান্ড জিতলে ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে আছে।
জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত আগের সূচি অনুযায়ীই আছে এশিয়া কাপ। ভারতের ফাইনালে ওঠার ওপর নির্ভর করছে বাকিটা। তিনি বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট এখনও চূড়ান্ত হয়নি। একটা টেস্ট সিরিজ এখন চলছে, তার উপর মূলত নির্ভর করবে যে কারা ফাইনালে খেলবে। এশিয়া কাপের যে সময়ে নির্ধারণ করা আছে, সেখানে কোনো পরিবর্তন আসেনি।'
গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে জুলাইয়ে স্থগিত করা হয় টুর্নামেন্টটি। সে সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, এ বছরের জুনে আসরটি আয়োজন করার ইচ্ছা তাদের। যদিও এই সম্ভাবনাও কমে এসেছে।
সোমবার বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়েও কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'ভেন্যু দুটি এখনও চূড়ান্ত হয়নি। তবে তারা কয়েকটি অপশনের কথা আমাদের বলেছে। প্রাথমিক ক্যাম্পের ব্যাপারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। হয়তো দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে যে আমাদের ক্যাম্প ও কোয়ারেন্টিন কোথায় করব।'