‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলবেন মুশফিক
সবার আগে গিয়ে সবার পরে অনুশীলন শেষ করেন মুশফিকুর রহিম। মিরপুরে দলের অনুশীলন থাক আর না থাক, মাঠে গেলে যাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি; তিনি মুশফিক। নেটে সবচেয়ে বেশি সময় কাটান ডানহাতি এই ব্যাটসম্যান। তার নিবেদন, তাড়না উদাহরণযোগ্য। এসব ব্যাপারই তাকে দলের সেরা ব্যাটসম্যান বানিয়ে তুলেছে। সব সময়ই তার ব্যাটে রানের ছোঁয়া থাকে।
অথচ সেই মুশফিকই নিজের ছায়া হয়ে আছেন। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১ রান করেন তিনি। এরপর দেশে ফিরলেও ছিলেন না অস্ট্রেলিয়া সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরা মুশফিকের ভালো সময় যায়নি।
কিউইদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে মুশফিকের রান মাত্র ৩৯, দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ব্যাট হাতে এমন অচেনা চেহারায় যেন নিজেকে মেনে নিতে পারছেন না উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। দ্রুতই শুরু করবেন অনুশীলন। সঙ্গে ম্যাচ অনুশীলনেও নিজেকে সম্পৃক্ত রাখবেন।
জাতীয় দলের আপাতত কোনো কার্যক্রম নেই, তাই বাংলাদেশ 'এ' দলের হয়ে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন মুশফিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ পরিস্থিতিতে নিজেকে ঝালিয়ে নিতে ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
'এ' দলের হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগে আবেদন করেছেন মুশফিক, মিলেছে সবুজ সংকেতও। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির এই পরিচালক বলেন, 'চট্টগ্রামে এ দলের ম্যাচ আছে। মুশফিক এখানে খেলার আগ্রহ দেখিয়েছে। আমরা তাকে খেলতে বলেছি। ম্যাচ অনুশীলনের ব্যাপার আছে। সে হয়তো নিজ থেকে অনুভব করছে যে ম্যাচ খেললে আত্মবিশ্বাস বাড়বে। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করি।'
বাংলাদেশ 'এ' দল ও এইচপির মধ্যকার প্রথম দুই ওয়ানডে আগামী ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচে খেলবেন মুশফিক। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এদিনই ওমান যাওয়ার কথা বাংলাদেশের। 'এ' দল আজ চট্টগ্রামে পৌঁছেছে, এইচপি দল আগে থেকেই চট্টগ্রামে আছে।