‘ক্রিশ্চিয়ানো যখন রক্তের গন্ধ পায়, তখন সে অসাধারণ’
এক ম্যাচ আগেই পেনাল্টি থেকে দুই গোল করে জুভেন্টাসকে হার থেকে রক্ষা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কল্যাণে আতালান্তার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এক ম্যাচ পর আবারও ত্রাতার ভূমিকায় রোনালদো। এবার দুই গোল করে দলকে ৩ পয়েন্ট এনে দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
রোনালদোর আলো ছড়ানোর ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই দুই গোল দিয়ে একটি রেকর্ড গড়ে ফেলেছেন রোনালদো। দ্রুততম সময়ে সিরি এ'তে ৫০ গোল করার রেকর্ড গড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এমন ছন্দময় রোনালদোকে দেখে মুগ্ধ জুভেন্টাসের কোচ মাওরিজিও সারি। রোনালদো স্তুতিতে মেতেছেন তিনি।
করোনাভাইরাসের কারণে মাঝে অনেকটা সময় চলে যাওয়ায় লিগ শেষ করার তাড়া আছে সিরি এ' কর্তৃপক্ষের। এ জন্য দুই ম্যাচের মাঝে তেমন বিরতি রাখা হয়নি। তিন দিন পর পর একটি করে ম্যাচ খেলতে হয়েছে জুভেন্টাসকে। বিরতি না মিললেও রোনালদো একই গতিতে ছুটে চলেছেন। এটাই বেশি মুগ্ধ করেছে সারিকে।
জুভেন্টাস কোচ বলেন, 'ক্রিশ্চিয়ানো যখন রক্তের গন্ধ পায়, তখন সে অসাধারণ। দুই ম্যাচের মাঝে অল্প সময়েই নিজেকে গুছিয়ে নেয় সে। এটা শুধু শারীরিক দক্ষতা নয়, মানসিকও। প্রতি ম্যাচেই সে অনেক শক্তি খরচ করে। আর প্রতিবারই সেটা কাটিয়ে ওঠে। সে তার পায়ের কাজের মতো মানসিকতাতেও বিশ্বমানের।'
বাজে ফর্মে থেকে মৌসুম শুরু করলেও ছন্দ ফিরে পেয়েছেন রোনালদো। ৩০ ম্যাচে ৩০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে সিরি এ'র সর্বোচ্চ গোলদাতা তিনি। বাকি থাকা চার ম্যাচ দিয়ে গঞ্জালো হিগুয়েনের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে সিরি এ'তে ৩৬ গোল করার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
জুভেন্টাস কোচ মাওরিজিও সারির বিশ্বাস, এই রেকর্ড ভাঙা রোনালদোর জন্য কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, 'সে কোনো কিছু মাথায় নিয়ে নিলে তাকে আটকানো খুব কঠিন। আগামী কয়েক ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া উচিত কিনা, সেটা আমরা দেখব। তবে সে যদি এই ছন্দেই থাকে, তবে বিশ্রামের দরকার হবে না।'